এসময় তাদের কাছ থেকে এক হাজার টাকার ৪৬টি জাল নোট জব্দ করা হয়েছে।
বুধবার (৮ ফেব্রুয়ারি) দিনগত রাতে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন দোলেশ্বর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা জেলা দক্ষিণ ডিবি পুলিশের উপপরিদর্শক (এসআই) রফিউদ্দৌলা বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাতে দোলেশ্বর এলাকায় অভিযান চালিয়ে দুই যুবককে আটক করা হয়। পরে তাদের দেহ তল্লাশি করে এক হাজার টাকার ৪৬টি জাল নোট উদ্ধার করা হয়।
এ ঘটনায় দক্ষিণ কেরানীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ০৯৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০১৭
এসআই