বুধবার (০৮ ফেব্রুয়ারি) মধ্যরাতে রুপাতলি এলাকা থেকে জাটাকাগুলো জব্দ করা হয়। এ ঘটনায় বাসের সুপারভাইজারকে আটক করা হয়েছে।
মৎস্য কর্মকর্তা বিমল দাস বাংলানিউজকে জানান, রাতে নগর গোয়েন্দা পুলিশের একটি দল রূপাতলী এলাকায় ঢাকাগামী অন্তরা পরিবহনের একটি বাসে তল্লাশি করে। এসময় ৫০ মণ জাটকা ইলিশ জব্দ করা হয়।
এ ঘটনায় আটক বাসের সুপারভাইজারকে বৃহস্পতিবার (০৯ ফেব্রুয়ারি) ভ্রাম্যমাণ আদালতে নেওয়া হবে বলে জানান তিনি।
বাংলাদেশ সময়: ১০০৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০১৭
এমএস/এনটি