বুধবার (৮ ফেব্রুয়ারি) দিনগত রাতে তাদের আটক করা হয়।
আটক মাদক ব্যবসায়ীরা হলেন- হাতীবান্ধা উপজেলার বড়খাতা ইউনিয়নের পশ্চিম সারডুবী গ্রামের আশরাফ আলীর ছেলে রেজোয়ান (৩০), আদিতমারী উপজেলার দুর্গাপুর ইউনিয়নের উত্তর গোবদা গ্রামের আফজাল হোসেনের ছেলে আজিজুল হক লাদেন (৩৮) ও কালীগঞ্জ উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের লতাবর গ্রামের আবুল কালাম আজাদ (৩৫), কালাম মিয়া (৩৮), আমিরুজ্জামান (৪০)।
লালমনিরহাট পুলিশ সুপার এসএম রশিদুল হক বাংলানিউজকে জানান, হাতীবান্ধা উপজেলার বড়খাতা পরিবার পরিকল্পনা কল্যাণ কেন্দ্র এলাকায় অভিযান চালিয়ে ৩০ পুরিয়া হেরোইনসহ রেজোয়ান হাসান রাজুকে আটক করে দোয়ানী ফাঁড়ি পুলিশ।
এদিকে, আদিতমারীর থানা পুলিশ গোবদা গ্রামে অভিযান চালিয়ে ২০ বোতল ভারতীয় মদ ও আট বোতল ফেনসিডিলসহ আজিজুল হক ওরফে লাদেন নামে এক কুখ্যাত মাদক ব্যবসায়ীকে আটক করে।
অন্যদিকে, কালীগঞ্জ থানা পুলিশ লতাবর এলাকায় অভিযান চালিয়ে ৭৫ বোতল ফেনসিডিল ও একটি মোটরসাইকেলসহ আবুল কালাম আজাদ, কালাম মিয়া ও আমিরুজ্জামান নামে তিন জন মাদক ব্যবসায়ীকে আটক করে।
আটকদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে সংশ্লিষ্ট থানায় পৃথক তিনটি মামলা দায়ের করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১০৪৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০১৭
এনটি