বৃহস্পতিবার (০৯ ফেব্রুয়ারি) সকালে তাদেরকে আটক করা হয়েছে বলে দুদকের নির্ভরযোগ্য একটি সূত্রে জানা গেছে।
সূত্র জানায়, দুর্নীতি দমন কমিশনের (দুদক) একটি অভিযানিক টিম বৃহস্পতিবার সকালে পরিবাগের বাসা থেকে ইকবাল উদ্দিন চৌধুরীকে এবং গুলশানের বাসা থেকে শওকত আজিজকে গ্রেফতার করা হয়।
এদিকে প্লট বরাদ্দে অনিয়ম ও প্রভাব খাটিয়ে ২০ কাঁঠা জমি বরাদ্দ নেওয়ার অভিযোগে বুধবার (০৮ ফেব্রুয়ারি) দিবাগত রাতে রাজধানীর মতিঝিল থানায় একটি মামলা দায়ের করে দুদক।
মামলায় ইকবাল উদ্দিন চৌধুরী ও শওকত আজিজ ও তার ভাই রুবেল আজিজসহ রাজউকের ছয়জন কর্মকর্তাকে আসামি করা হয়।
উল্লেখ্য, মতিঝিল থানা থেকে আসামি ইকবাল উদ্দিন ও শওকত আজিজকে আদালতে নিয়ে যাওয়া হচ্ছে বলে দুদকের নির্ভরশীল একটি সূত্র বাংলানিউজকে নিশ্চিত করেছে।
বাংলাদেশ সময়: ১১১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯,২০১৭/ আপডেট ১৪২১ ঘণ্টা
এসজে/বিএস