ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

খাগড়াছড়িতে ৮ দফা দাবিতে সংবাদ সম্মেলন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬০৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ৯, ২০১৭
খাগড়াছড়িতে ৮ দফা দাবিতে সংবাদ সম্মেলন খাগড়াছড়িতে ৮ দফা দাবিতে সংবাদ সম্মেলন

খাগড়াছড়ি: চাঁদার দাবিতে গাড়িতে গুলিবর্ষণ-অগ্নিসংযোগ, এসএসসি পরীক্ষার প্রশ্নপত্রে আদিবাসী শব্দের ব্যবহারসহ আট দফা দাবিতে খাগড়াছড়িতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (০৯ ফেব্রুয়ারি) সকালে খাগড়াছড়ি প্রেসক্লাব হল রুমে পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদের উদ্যোগে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন- পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদের খাগড়াছড়ি শাখার সহ সভাপতি মাইন উদ্দিন।

এছাড়াও উপস্থিত ছিলেন- পার্বত্য নাগরিক পরিষদের চেয়ারম্যান মো. আলকাছ আল মামুন ভূইয়া, পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদের জেলা  শাখার যুগ্ন সম্পাদক জাহেদুল আলম, সাংগঠনিক সম্পাদক মোস্তফা কামাল প্রমুখ।

সংবাদ সম্মেলনে বক্তারা গুলি বর্ষণ-অগ্নিসংযোগ, এসএসসি পরীক্ষার প্রশ্নপত্রে আদিবাসী শব্দের ব্যবহারের তীব্র নিন্দা জানান। পাশাপাশি ইউপিডিএফ জেএসএস’র সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধসহ আট দফা দাবি পেশ করা হয়।

এদিকে, দাবি আদায়ের লক্ষে ১৩ ফেব্রুয়ারি মানববন্ধন কর্মসূচি পালন করার কথা জানানো হয়।

বাংলাদেশ সময়: ১১৫৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।