ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

রাজধানীতে দেয়াল চাপায় নারী শ্রমিকের মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬১৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ৯, ২০১৭
রাজধানীতে দেয়াল চাপায় নারী শ্রমিকের মৃত্যু

ঢাকা: রাজধানীর গুলশান বারিধরা এলাকায় দেয়াল চাপায় অজ্ঞাত পরিচয় এক নারী শ্রমিকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (০৯ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে রোড নম্বর ১৩, বাড়ি ৭-এ এই ঘটনা ঘটে। এ ঘটনায় আহত আছেন কয়েকজন; তাদের কুর্মিটোলা জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

আহতরা হলেন, মাহবুব, আজিবুল ও খালেদ।

গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বাংলানিউজকে বলেন, কাজ করতে গিয়ে ওই নারীর মৃত্যু হয়েছে। মরদেহ নেওয়া হয়েছে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে।

বাংলাদেশ সময়: ১২১৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০১৭/আপডেট ১৩১৬
এজেডএস/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।