ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

মানব পাচার চক্রের দুই নারী সদস্যসহ আটক ৬

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬২৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ৯, ২০১৭
মানব পাচার চক্রের দুই নারী সদস্যসহ আটক ৬ ছবি-প্রতীকী

ঢাকা:  ঢাকা ও এর পাশের জেলা নারায়ণগঞ্জে অভিযান চালিয়ে আন্তর্জাতিক মানব পাচার চক্রের দুই নারী সদস্যসহ ছয়জনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

বৃহস্পতিবার (০৯ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে র‌্যাবের মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক (এএসপি) মিজানুর রহমান বাংলানিউজকে আটকের বিষয়টি জানান।

তিনি বলেন, বুধবার (০৮ ফেব্রুয়ারি) দিবাগত রাতে রাজধানী ঢাকা ও পাশের জেলা নারায়ণগঞ্জ এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আন্তর্জাতিক মানব পাচার চক্রের মূলহোতা জাকিরসহ ছয়জনকে আটক করা হয়।

এর মধ্যে দুইজন নারী সদস্য রয়েছেন।  পরে সেখান থেকে অস্ত্র, গুলিসহ মাদকদ্রব্যও উদ্ধার করা হয়।

এ ব্যাপারে দুপুরের দিকে র‌্যাবের মিডিয়া কার্য‍ালয়ে (কারওয়ানবাজার) সংবাদ সম্মেলন বিস্তারিত জানানো হবে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১২২৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০১৭
আরএটি/এএটি/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।