বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) ভোরে সদর উপজেলার তুলসিঘাট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
শাকিল মিয়া গোবিন্দগঞ্জ উপজেলার চর কোচামারি গ্রামের সাজু মিয়ার ছেলে।
এর আগে, ৩০ জানুয়ারি রাতে ইয়াবাসহ শাকিলকে আটক করে পলাশবাড়ী থানা পুলিশ। এ নিয়ে শাকিলের বিরুদ্ধে পলাশবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হলে পুলিশ পরদিন বিকেলে তাকে আদালতে পাঠায়। পরে সন্ধ্যায় আদালত থেকে কারাগারে নিয়ে যাওয়ার পথে পুলিশ ভ্যান থেকে কৌশলে পালিয়ে যায় শাকিল।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মেহেদী হাসান বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে শাকিলকে গ্রেফতার করা হয়। দুপুরে তাকে আদালতে পাঠানো হবে।
এ ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে আদালতের দুই সহকারী উপ-পরিদর্শকসহ (এএসআই) ৮ পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয় বলেও জানান ওসি।
বাংলাদেশ সময়: ১২২২ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০১৭
আরএ