ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

‘সাগর-রুনি হত্যাকাণ্ড তদন্তের অগ্রগতি জানা নেই’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৪১ ঘণ্টা, ফেব্রুয়ারি ৯, ২০১৭
‘সাগর-রুনি হত্যাকাণ্ড তদন্তের অগ্রগতি জানা নেই’

ঢাকা: সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যাকাণ্ড তদন্তের সর্বশেষ অগ্রগতি সম্পর্কে আমার জানা নেই। তবে যে কোনো মুহূর্তে র‌্যাব এ ঘটনার রহস্য উন্মোচন করবে এমন আশাবাদ ব্যক্ত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে উত্তরায় আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদর দফতরে আয়োজিত কল্যাণ সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সাগর-রুনি হত্যাকাণ্ডের তদন্তে গোয়েন্দারা কাজ করছে, আদালত থেকে মামলা তদন্তের ভার র‌্যাবের কাছে হস্তান্তর করা হয়েছে।

আদালতের নির্দশনা অনুযায়ী তারা তদন্ত করছে ও অগ্রগতি জানাচ্ছে। ঠিক এ মুহূর্তে কী অগ্রগতি হয়েছে, তা আমার জানা নেই। ’

র‌্যাব এ ঘটনার রহস্য উন্মোচন করবে জানিয়ে আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, ‘আমি এখনও আশাবাদী যে কোনো সময় র‌্যাব এ ঘটনার রহস্য উদঘাটন করবে। ’

এদিকে পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী হত্যার বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ঘটনাটি এখনও তদন্তাধীন রয়েছে। আমরা অনেকটা কাছাকাছি আছি, কিছুদিনের মধ্যেই এ ঘটনার প্রতিবেদন আমরা দিতে পারবো বলে মনে করছি। ’

সাস্প্রতিক সময়ে বৈধ অস্ত্রের অবৈধ ব্যবহার হচ্ছে সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান বলেন, ‘সব সময় যে এমন ঘটনা ঘটছে, বিষয়টা তেমন নয়। এ ঘটনাগুলো ঘটার পর দেখতে হবে যে প্রশাসন কী ব্যবস্থা নিচ্ছে। ’

দোষীরা যত ক্ষমতাশীনই হোক না কেন, আমরা কাউকেই ছাড় দিচ্ছি না বলেও মন্তব্য করেন কামাল।

বাংলাদেশ সময়: ১২৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০১৭/ আপডেট:১৫০৭
এসজেএ/এএটি/টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।