বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে উত্তরায় আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদর দফতরে আয়োজিত কল্যাণ সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সাগর-রুনি হত্যাকাণ্ডের তদন্তে গোয়েন্দারা কাজ করছে, আদালত থেকে মামলা তদন্তের ভার র্যাবের কাছে হস্তান্তর করা হয়েছে।
র্যাব এ ঘটনার রহস্য উন্মোচন করবে জানিয়ে আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, ‘আমি এখনও আশাবাদী যে কোনো সময় র্যাব এ ঘটনার রহস্য উদঘাটন করবে। ’
এদিকে পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী হত্যার বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ঘটনাটি এখনও তদন্তাধীন রয়েছে। আমরা অনেকটা কাছাকাছি আছি, কিছুদিনের মধ্যেই এ ঘটনার প্রতিবেদন আমরা দিতে পারবো বলে মনে করছি। ’
সাস্প্রতিক সময়ে বৈধ অস্ত্রের অবৈধ ব্যবহার হচ্ছে সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান বলেন, ‘সব সময় যে এমন ঘটনা ঘটছে, বিষয়টা তেমন নয়। এ ঘটনাগুলো ঘটার পর দেখতে হবে যে প্রশাসন কী ব্যবস্থা নিচ্ছে। ’
দোষীরা যত ক্ষমতাশীনই হোক না কেন, আমরা কাউকেই ছাড় দিচ্ছি না বলেও মন্তব্য করেন কামাল।
বাংলাদেশ সময়: ১২৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০১৭/ আপডেট:১৫০৭
এসজেএ/এএটি/টিআই