বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে র্যাব-১১, সিপিসি-৩, লক্ষ্মীপুর ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার এএসপি মো. বাবুল আখতার এ তথ্য জানিয়েছেন।
এর আগে, বুধবার রাতে উপজেলার মানিক্যনগর গ্রামের মহিলা দাখিল মাদ্রাসা সংলগ্ন এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটক সন্ত্রাসীরা হলেন- মানিক্যনগর গ্রামের মোহাম্মদ উল্যার ছেলে ইমাম মেহেদী সুজন (১৯), একই গ্রামের মো. আবু তাহেরের ছেলে মো. মাহাবুব হাসান (২০), ইউনুছ মিয়ার ছেলে মো. রাসেল (১৯), আবুল হোসেনের ছেলে মো. শাকিল হোসেন (২০) ও আব্দুস সালামের ছেলে মো. রাসেল (১৯)।
সোনাইমুড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, র্যাব-১১ অস্ত্রসহ পাঁচ সন্ত্রাসীকে থানায় হস্তান্তর করেছে। এরপর তাদের বিরুদ্ধে সোনাইমুড়ী থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১২৪১ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০১৭
এসআই