ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

সোনাইমুড়ীতে অস্ত্রসহ ৫ সন্ত্রাসী আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৪৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ৯, ২০১৭
সোনাইমুড়ীতে অস্ত্রসহ ৫ সন্ত্রাসী আটক সোনাইমুড়ি উপজেলায় তিনটি এলজি, পাঁচ রাউন্ড গুলি ও ছয়টি চকলেট বোমাস আটক পাঁচ সন্ত্রাসী

নোয়াখালী: নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলায় তিনটি এলজি, পাঁচ রাউন্ড গুলি ও ছয়টি চকলেট বোমাসহ পাঁচ সন্ত্রাসীকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১১ এর সদস্যরা। 

বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে র‌্যাব-১১, সিপিসি-৩, লক্ষ্মীপুর ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার এএসপি মো. বাবুল আখতার এ তথ্য জানিয়েছেন।

এর আগে, বুধবার রাতে উপজেলার মানিক্যনগর গ্রামের মহিলা দাখিল মাদ্রাসা সংলগ্ন এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটক সন্ত্রাসীরা হলেন- মানিক্যনগর গ্রামের মোহাম্মদ উল্যার ছেলে ইমাম মেহেদী সুজন (১৯), একই গ্রামের মো. আবু তাহেরের ছেলে মো. মাহাবুব হাসান (২০), ইউনুছ মিয়ার ছেলে মো. রাসেল (১৯), আবুল হোসেনের ছেলে মো. শাকিল হোসেন (২০) ও আব্দুস সালামের ছেলে মো. রাসেল (১৯)।

সোনাইমুড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, র‌্যাব-১১ অস্ত্রসহ পাঁচ সন্ত্রাসীকে থানায় হস্তান্তর করেছে। এরপর তাদের বিরুদ্ধে সোনাইমুড়ী থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১২৪১ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০১৭
এসআই 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।