জাতীয় প্রেসক্লাবের সামনে রাস্তা বন্ধ করে উচ্ছেদের প্রতিবাদে হকারদের সমাবেশ- ছবি: সুমন শেখ
ঢাকা: জাতীয় প্রেসক্লাবের সামনে রাস্তা বন্ধ করে উচ্ছেদের প্রতিবাদে সমাবেশ করেছে হকাররা। বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) বেলা ১২টা থেকে ১টা পর্যন্ত এ সমাবেশ করে তারা।
বাংলাদেশ হকার সমন্বয় পরিষদ ও বাংলাদেশ হকার্স ইউনিয়ন এ সমাবেশের আয়োজন করে।
দৈনিক বাংলার মোড় থেকে পল্টন হয়ে মিছিল নিয়ে তারা প্রেসক্লাবের সামনে এসে জড়ো হয়ে সমাবেশে বক্তব্য শুরু করে।
প্রত্যেকে সমাবেশে যোগ দেন খালি থালা নিয়ে।
বক্তারা হকার উচ্ছেদ বন্ধ করা ও হকারদের পুনর্বাসনের দাবি জানান।
সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ হকার সমন্বয় পরিষদের সভাপতি আবুল হোসেন কবীর।
বাংলাদেশ সময়: ১৩০৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০১৭
এমএইচকে/জিপি/এএ
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।