বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে পৌর এলাকার কাওয়াক কবরস্থানপাড়া থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। সুমাইয়া ওই এলাকার আবুল ওয়াহাব সরকারের মেয়ে ও উল্লাপাড়া মোমেনা আলী বিজ্ঞান স্কুলের ১০ম শ্রেণির ছাত্রী।
উল্লাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান কওশিক আহম্মেদ বাংলানিউজকে জানান, সকালে সুমাইয়ার ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠায়।
পরিবারের বরাত দিয়ে ওসি আরও জানান, সুমাইয়া বুধবার (০৮ ফেব্রুয়ারি) রাতে কোচিং শেষে বাড়ি ফিরে না খেয়ে নিজ ঘরে ঘুমাতে যায়। রাতের কোনো এক সময় গলায় ওড়না পেচিয়ে সে আত্মহত্যা করে। এ ব্যাপারে উল্লাপাড়া থানায় মামলার প্রস্তুতি চলছে।
বাংলাদেশ সময়: ১৩০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০১৭
এনটি