আহত বাবুল চর মনসা গ্রামের রফিক উল্লাহর ছেলে ও স্থানীয় একটি ইটভাটার শ্রমিক।
স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মো. শাহজাহান ঘটনাস্থল থেকে আহত অবস্থায় বাবুলকে উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করেন।
ইউপি সদস্য মো. শাহজাহান বলেন, একই এলাকার রফিক উল্লাহ ও আক্কাস মোল্লার সঙ্গে দীর্ঘদিন থেকে জমি নিয়ে বিরোধ চলে আসছে। সকালে রফিক উল্লাহ তার ছেলে বাবুলকে নিয়ে নিজ বাড়ির সামনে মাটি কাটতে গেলে প্রতিপক্ষ আক্কাস মোল্লা তার লোকজন নিয়ে হামলা চালায়। এসময় ধারালো অস্ত্রের আঘাতে রফিকের বড় ছেলে বাবুলের নাক কেটে যায়।
এ ব্যাপারে পুলিশের সঙ্গে যোগাযোগ করা হলেও কথা বলা সম্ভব হয়নি।
বাংলাদেশ সময়: ১৩০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০১৭
আরএ