বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১২টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন পোস্তগোলা শ্মশানঘাট এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
হাসনাবাদ নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ পরিদর্শক (এসআই) সামসুল আলম বাংলানিউজকে বলেন, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
ওই ব্যক্তির পরনে কালো প্যান্ট ও কালো ফুল হাতা টি শার্ট ছিলো। এ ঘটনায় দক্ষিণ কেরানীগঞ্জ থানায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৩৩৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০১৭
এনটি