ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

মধুমতি নদী থেকে অবৈধভাবে বালু তোলার প্রতিবাদে মানববন্ধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৫৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ৯, ২০১৭
মধুমতি নদী থেকে অবৈধভাবে বালু তোলার প্রতিবাদে মানববন্ধন অবৈধভাবে বালু তোলার প্রতিবাদে মানববন্ধন

গোপালগঞ্জ: গোপালগঞ্জের মধুমতি নদীর পাড় থেকে অবৈধভাবে বালু তোলার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। সদর উপজেলার চর বয়রা, চর গোবরা ও গ্রীসনগর গ্রামের বাসিন্দারা এ কর্মসূচি পালন করে।

বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) সকালে শহরে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।

সেখানে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

এসময় মানববন্ধনকারীরা জানায়, গোবরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ফয়সাল কবির কদর ও তার লোকজন ইজারার নামে অবৈধভাবে বালু তুলছে। এতে বাড়ি-ঘর ও ফসলি জমি হুমকির মুখে পড়েছে। তারা দ্রুত বালু তোলা বন্ধসহ দোষীদের শাস্তির দাবি জানান। পরে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি পেশ করেন তারা।

বাংলাদেশ সময়: ১৩৫২ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।