বৃহস্পতিবার (০৯ ফেব্রুয়ারি) দুপুরে নগরভবনে ধানমন্ডি শেখ কামাল সরণি’র রাপা প্লাজা মোড় থেকে নীলক্ষেত মোড় ডিজাইন ও মডেল প্রদর্শনী অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।
সাঈদ খোকন বলেন, রাজধানীর গুলিস্তান ও মতিঝিল এলাকা হকারমুক্ত করার পর থেকে গুটি কয়েক চাঁদাবাজ নানা চক্রান্ত করছে।
মেয়র বলেন, গুলিস্তান এলাকার দীর্ঘ দিনের জটলা মুক্ত করা হয়েছে। ওই এলাকায় ৭২ জন চাঁদাবাজ তারা চাঁদা আদায় করতো। তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। সব ধরনের অপরাধকে আমরা আইনের আওতায় এনে বিচার করতে চাই। এজন্য নাগরিকদের সহায়তা দরকার। আপনারা সকল চাঁদাবাজকে সামাজিকভাবে বয়কট করুন। ওরা বাধ্য হবে সু-পথে আসতে।
মেয়র বলেন, কিছু রাজনৈতিক নামধারী লোক তারা হকার নাম দিয়ে বিভিন্ন জায়গা থেকে লোক ভাড়া করে মিছিল করছে। এটাকে ব্যহত করার চেষ্টা করছে। এটা সম্পূর্ণভাবে আইনের পরিপন্থি, বে-আইনী, আদালত অবমাননার সামিল।
তিনি বলেন, আমরা এ ধরণের অনাকাঙ্খিত ষড়যন্ত্র প্রতিহত করতে দৃঢ় প্রতিজ্ঞ।
বাংলাদেশ সময়: ১৩৪৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০১৭
এসএম/বিএস