ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

‘চাঁদাবাজদের সামাজিক ভাবে বয়কটের আহ্বান’

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮০৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ৯, ২০১৭
‘চাঁদাবাজদের সামাজিক ভাবে বয়কটের আহ্বান’ নগর ভবনে বক্তব্য রাখছেন দক্ষিণের মেয়র সাঈদ খোকন, ছবি: ডিএইচ বাদল

ঢাকা: নগরবাসীকে সামাজিকভাবে চাঁদাবাজদের বয়কট করার আহ্বান জানিয়েছেন ঢাকা  দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন।

বৃহস্পতিবার (০৯ ফেব্রুয়ারি) দুপুরে নগরভবনে ধানমন্ডি শেখ কামাল সরণি’র রাপা প্লাজা মোড় থেকে নীলক্ষেত মোড় ডিজাইন ও মডেল প্রদর্শনী অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।

সাঈদ খোকন বলেন, রাজধানীর গুলিস্তান ও মতিঝিল এলাকা হকারমুক্ত করার পর থেকে গুটি কয়েক চাঁদাবাজ নানা চক্রান্ত করছে।

এজন্য সবাইকে সমাজিক ভাবে চাঁদাবাজদের বয়কট করতে হবে।    

মেয়র বলেন, গুলিস্তান এলাকার দীর্ঘ দিনের জটলা মুক্ত করা হয়েছে। ওই এলাকায় ৭২ জন চাঁদাবাজ তারা চাঁদা আদায় করতো। তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। সব ধরনের অপরাধকে আমরা আইনের আওতায় এনে বিচার করতে চাই। এজন্য  নাগরিকদের  সহায়তা দরকার। আপনারা সকল  চাঁদাবাজকে সামাজিকভাবে বয়কট  করুন। ওরা বাধ্য হবে সু-পথে আসতে।

মেয়র বলেন, কিছু রাজনৈতিক নামধারী লোক তারা হকার নাম দিয়ে বিভিন্ন জায়গা থেকে লোক ভাড়া করে মিছিল করছে। এটাকে  ব্যহত করার চেষ্টা  করছে। এটা সম্পূর্ণভাবে আইনের পরিপন্থি, বে-আইনী, আদালত অবমাননার সামিল।

তিনি বলেন, আমরা এ ধরণের অনাকাঙ্খিত ষড়যন্ত্র প্রতিহত করতে দৃঢ় প্রতিজ্ঞ।

বাংলাদেশ সময়: ১৩৪৯ ঘণ্টা,  ফেব্রুয়ারি ০৯, ২০১৭
এসএম/বিএস

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।