ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

একসেস টু ইনফরমেশন পেলো ভারতের প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৪৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ৯, ২০১৭
একসেস টু ইনফরমেশন পেলো ভারতের প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড একসেস টু ইনফরমেশন পেলো ভারতের প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড, ছবি: সংগৃহীত

ঢাকা: জাতীয় তথ্য বাতায়নের জন্য বাংলাদেশের একসেস টু ইনফরমেশনকে (এটুআই) প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড দিয়েছে ভারতের ওপেন গ্রুপ ফোরাম। বুধবার (০৮ ফেব্রুয়ারি) ভারতের বেঙ্গালুরুতে অনুষ্ঠিত দ্য ওপেন গ্রুপ অ্যাওয়ার্ড ফর ইনোভেশন অ্যান্ড এক্সিলেন্স-২০১৭ প্রতিযোগিতায় এই পুরস্কার দেওয়া হয়।

প্রতিযোগিতায় ইউরোপ, অস্ট্রেলিয়া, আফ্রিকাসহ এশিয়া মহাদেশের বিভিন্ন দেশ অংশ নেয়। এছাড়া প্রতিযোগিতায় অন্য দুটি ক্যাটাগরিতেও বাংলাদেশকে অ্যাওয়ার্ড অব ডিসটিংশন পুরস্কারে ভূষিত করা হয়।

বাংলাদেশের পক্ষে পুরস্কার গ্রহণ করেন প্রধানমন্ত্রী কার্যালয়ের মহাপরিচালক (প্রশাসন) ও প্রকল্প পরিচালক, একসেস টু ইনফরমেশন প্রোগ্রাম কবির বিন আনোয়ার।

উল্লেখ্য, প্রধানমন্ত্রী কার্যালয়ের এটুআই প্রোগ্রাম সরকারের ‘ডিজিটাল বাংলাদেশ’ রূপকল্প-২০২১ বাস্তবায়নের লক্ষ্যে গঠিত। যা ন্যাশনাল পোর্টাল ফ্রেমওয়ার্কের আওতায় মন্ত্রণালয়, বিভাগ, জেলা, উপজেলা এবং ইউনিয়নের ৪৩,০০০ অফিসের ওয়েবসাইট তৈরি; অফিস ব্যবস্থাপনার জন্য অফিস তথ্য ও সেবা ফ্রেমওয়ার্ক এবং ভূমি ব্যবস্থাপনার জন্য ভূমি তথ্য ও সেবা ফ্রেমওয়ার্ক (যথা মিউটেশন, উত্তরাধিকার ক্যালকুলেটর) তৈরিসহ বিভিন্ন ই-সেবা কার্যক্রম মন্ত্রিপরিষদ বিভাগের তত্ত্বাবধানে মাঠ পর্যায়ে বাস্তবায়ন করছে। পুরস্কার গ্রহণ করছেন, ছবি: সংগৃহীতপুরস্কার গ্রহণ শেষে কবির বিন আনোয়ার প্রধানমন্ত্রী এবং ডিজিটাল বাংলাদেশের রূপকার শেখ হাসিনা, তার তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা ও ডিজিটাল বাংলাদেশের নেপথ্য কারিগর সজীব ওয়াজেদ জয়কে অভিনন্দন জানান।

তিনি বলেন, তাদের অক্লান্ত পরিশ্রম আর সদিচ্ছার ফলেই ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন আজ সত্য।

বাংলাদেশ সময়: ১৪৪৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০১৭
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।