ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

শওকত আজিজের সাতদিনের রিমান্ড চায় দুদক

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ৯, ২০১৭
শওকত আজিজের সাতদিনের রিমান্ড চায় দুদক

ঢাকা: প্লট জালিয়াতির মামলায় গ্রেফতারকৃত রাজউকের সাবেক চেয়ারম্যান ও সাবেক সচিব ইকবাল উদ্দিন চৌধুরী এবং পারটেক্স গ্রুপের পরিচালক শওকত আজিজকে ঢাকার সিএমএম আদালতে হাজির করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তাদের মধ্যে শওকত আজিজকে সাতদিনের রিমান্ডে নেওয়ার আবেদন জানানো হয়েছে।

বৃহস্পতিবার (০৯ ফেব্রুয়ারি) দুপুরে এ রিমান্ডের আবেদন জানানো হয়েছে। মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সত্যব্রত সিকদারের আদালতে এ আবেদনের শুনানি হবে।

এর আগে সকালে দুদকের অভিযানিক টিম পরিবাগের বাসা থেকে ইকবাল উদ্দিন চৌধুরীকে এবং গুলশানের বাসা থেকে শওকত আজিজকে গ্রেফতার করে।

প্লট বরাদ্দে অনিয়ম ও প্রভাব খাটিয়ে ২০ কাঠা জমি বরাদ্দ নেওয়ার অভিযোগে বুধবার (০৮ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর মতিঝিল থানায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুদক। মামলায় ইকবাল উদ্দিন চৌধুরী ও শওকত আজিজ ও তার ভাই রুবেল আজিজসহ রাজউকের ছয়জন কর্মকর্তাকে আসামি করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০১৭/আপডেট: ১৬০৭
এমআই/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।