বৃহস্পতিবার (০৯ ফেব্রুয়ারি) দুপুরে এ রিমান্ডের আবেদন জানানো হয়েছে। মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সত্যব্রত সিকদারের আদালতে এ আবেদনের শুনানি হবে।
এর আগে সকালে দুদকের অভিযানিক টিম পরিবাগের বাসা থেকে ইকবাল উদ্দিন চৌধুরীকে এবং গুলশানের বাসা থেকে শওকত আজিজকে গ্রেফতার করে।
প্লট বরাদ্দে অনিয়ম ও প্রভাব খাটিয়ে ২০ কাঠা জমি বরাদ্দ নেওয়ার অভিযোগে বুধবার (০৮ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর মতিঝিল থানায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুদক। মামলায় ইকবাল উদ্দিন চৌধুরী ও শওকত আজিজ ও তার ভাই রুবেল আজিজসহ রাজউকের ছয়জন কর্মকর্তাকে আসামি করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৫২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০১৭/আপডেট: ১৬০৭
এমআই/এএসআর