বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা এ জরিমানা করেন।
অর্থদণ্ড প্রাপ্তরা হলেন-উপজেলার চর কাদিরা গ্রামের আবু কালামের ছেলে মো. মানিক (১৯), একই এলাকার নুরুল ইসলামের ছেলে হারুন (২২) ও চিত্ত রঞ্জন দাসের ছেলে গোপাল চন্দ্র দাস (১৮)।
কমলনগর থানার উপ-পরিদর্শক (এসআই) মানিক বড়ুয়া বাংলানিউজকে জানান, দুপুরে চর কাদিরা এলাকায় জুয়া খেলার সময় ওই তিন জুয়াড়িকে আটক করা হয়। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। এসময় তারা দোষ স্বীকার করায় বিচারক এ জরিমানা করেন।
বাংলাদেশ সময়: ১৫৪৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০১৭
আরবি/