ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

শওকত আজিজকে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২১ ঘণ্টা, ফেব্রুয়ারি ৯, ২০১৭
শওকত আজিজকে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ

ঢাকা: প্লট জালিয়াতির মামলায় গ্রেফতারকৃত রাজউকের সাবেক চেয়ারম্যান ও সাবেক সচিব ইকবাল উদ্দিন চৌধুরী এবং পারটেক্স গ্রুপের পরিচালক শওকত আজিজ রাসেলের জামিনের আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত। একইসঙ্গে শওকত আজিজকে রিমান্ডে নেওয়ার আবেদন নামঞ্জুর করে তাকে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছেন মামলার তদন্তকারী কর্মকর্তাকে।

আগামী পাঁচ কার্যদিবসের মধ্যে দু’দিন জিজ্ঞাসাবাদ করতে হবে শওকত আজিজ রাসেলকে।  

বৃহস্পতিবার (০৯ ফেব্রুয়ারি) দুপুরে ইকবাল ও শওকতকে ঢাকার সিএমএম আদালতে হাজির করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

ইকবালকে কারাগারে পাঠানো ও শওকতকে সাতদিনের রিমান্ডে নেওয়ার আবেদন জানান তদন্তকারী কর্মকর্তা। অন্যদিকে দু’জনেরই জামিনের আবেদন জানান তাদের আইনজীবীরা।

শুনানি শেষে রিমান্ড ও জামিনের আবেদন নামঞ্জুর করেন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সত্যব্রত সিকদারের আদালত।

এর আগে সকালে দুদকের আভিযানিক টিম পরিবাগের বাসা থেকে ইকবাল উদ্দিন চৌধুরীকে এবং গুলশানের বাসা থেকে শওকত আজিজ রাসেলকে গ্রেফতার করে।

প্লট বরাদ্দে অনিয়ম ও প্রভাব খাটিয়ে ২০ কাঠা জমি বরাদ্দ নেওয়ার অভিযোগে বুধবার (০৮ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর মতিঝিল থানায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুদক। মামলায় ইকবাল উদ্দিন চৌধুরীসহ রাজউকের ছয়জন কর্মকর্তা এবং শওকত আজিজ রাসেল ও তার ভাই আশফাক আজিজ রুবেলসহ মোট আটজনকে আসামি করা হয়েছে।

মামলার অন্য আসামিরা হলেন- রাজউকের সাবেক সদস‌্য এসডি ফয়েজ, একেএম ওয়াহেদুল ইসলাম, এস এম জাফরুল্লাহ, এইচএম জহিরুল হক ও রেজাউল করিম তরফদার।


** শওকত আজিজের সাতদিনের রিমান্ড চায় দুদক

বাংলাদেশ সময়: ১৬২১ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০১৭
এমআই/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।