আগামী পাঁচ কার্যদিবসের মধ্যে দু’দিন জিজ্ঞাসাবাদ করতে হবে শওকত আজিজ রাসেলকে।
বৃহস্পতিবার (০৯ ফেব্রুয়ারি) দুপুরে ইকবাল ও শওকতকে ঢাকার সিএমএম আদালতে হাজির করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
শুনানি শেষে রিমান্ড ও জামিনের আবেদন নামঞ্জুর করেন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সত্যব্রত সিকদারের আদালত।
এর আগে সকালে দুদকের আভিযানিক টিম পরিবাগের বাসা থেকে ইকবাল উদ্দিন চৌধুরীকে এবং গুলশানের বাসা থেকে শওকত আজিজ রাসেলকে গ্রেফতার করে।
প্লট বরাদ্দে অনিয়ম ও প্রভাব খাটিয়ে ২০ কাঠা জমি বরাদ্দ নেওয়ার অভিযোগে বুধবার (০৮ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর মতিঝিল থানায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুদক। মামলায় ইকবাল উদ্দিন চৌধুরীসহ রাজউকের ছয়জন কর্মকর্তা এবং শওকত আজিজ রাসেল ও তার ভাই আশফাক আজিজ রুবেলসহ মোট আটজনকে আসামি করা হয়েছে।
মামলার অন্য আসামিরা হলেন- রাজউকের সাবেক সদস্য এসডি ফয়েজ, একেএম ওয়াহেদুল ইসলাম, এস এম জাফরুল্লাহ, এইচএম জহিরুল হক ও রেজাউল করিম তরফদার।
** শওকত আজিজের সাতদিনের রিমান্ড চায় দুদক
বাংলাদেশ সময়: ১৬২১ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০১৭
এমআই/এএসআর