বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) দক্ষিণ কেরানীগঞ্জ সার্কেল শিউলি রহমান তিন্নী এ জরিমানা করেন।
অর্থদণ্ড প্রাপ্তরা হলেন-বাদশা (৩৫) ও সোহেল (৩৫)।
নির্বাহী ম্যাজিস্ট্রেট শিউলি রহমান তিন্নী বাংলানিউজকে বলেন, বিকেলে মাদক সেবনরত অবস্থায় ওই দুই যুবককে আটক করা হয়। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে বাদশাকে দুই হাজার ৫শ’ টাকা ও সোহেলকে তিনি হাজার টাকা জরিমানা করা হয়।
এসময় তাকে সহযোগিতা করেন ভ্রাম্যমাণ আদালতের বেঞ্চ সহকারী মোহাম্মদ মজিরুল হক।
বাংলাদেশ সময়: ১৬৩৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০১৭
আরবি/