এ ঘটনায় জড়িত সন্দেহে হাজী বিল্লাল ও বিধান নামে দুই ব্যক্তিকে আটক করেছে কোতোয়ালি পুলিশ।
বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে পুলিশ সদরের চানপুর এলাকা থেকে মরদেহটি উদ্ধার করে।
স্থানীয় সূত্র জানায়, বাড়ির সীমানা নিয়ে প্রতিবেশী বিল্লালের সঙ্গে সাদেক মিয়ার বিরোধ ছিল। এ নিয়ে প্রায়ই তাদের মধ্যে কথা কাটাকাটি হতো। বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে তাদের মধ্যে ফের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে বিল্লালের লোকজন সাদেক মিয়াকে বেদম মারধর করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় কয়েকটি বাড়িঘরেও ভাঙচুর করে তারা।
কোতোয়ালি মডেল থানা পুলিশের ইন্সপেক্টর (তদন্ত) মো. সালাউদ্দিন জানান, ময়নাতদন্তের জন্য নিহতের মরদেহ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১৬৪৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০১৭
আরএ