বৃহস্পতিবার (০৯ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব ড. কামাল উদ্দিন আহমেদের জেলা পুলিশের সঙ্গে মত-বিনিময়কালে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, জেলায় আগে যেকেনো নির্বাচনেই হানাহানির ঘটনা ঘটতো।
ফেনীর পুলিশ সুপার রেজাউল হকের সভাপতিত্বে ও অতিরিক্ত পুলিশ সুপার শামছুল আমল সরকারের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব ড. কামাল উদ্দিন আহমেদ।
এ সময় আরও বক্তব্য রাখেন- সহকারী পুলিশ সুপার (সার্কেল ছাগলনাইয়া- পরশুরাম) আবুল মালেক ভূঁইয়া, সহকারী পুলিশ সুপার (সার্কেল সোনাগাজী) জুনায়েদ কাউসার, ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাফর সালেহ, পরশুরাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম চৌধুরী, ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদ খান চৌধুরী, সোনাগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির, ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর গোলাম ফারুক, দাগনভূঞাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম উদ্দিন, ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর মোহাম্মদ সাইফুল, বোগদাদিয়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ শাহিনুজ্জামান, সোনাগাজী আদর্শ গ্রাম পুলিশ ফাঁড়ির ইনচার্জ মেসবাহ উদ্দিন, ছাগলনাইয়া ঘোপাল তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোহাম্মদ আলীসহ জেলার বিভিন্ন পর্যায়ের কর্মরত পুলিশ সদস্যরা।
এছাড়াও এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ডিএমপির ডিপ্লোম্যাটিক সিকিউরিটি বিভাগের ডিসি মোহাম্মদ জসীম উদ্দিন।
বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০১৭
এজি/আরএ