ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

ফেনী এখন শান্তির জনপদ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ৯, ২০১৭
ফেনী এখন শান্তির জনপদ ফেনী এখন শান্তির জনপদ

ফেনী: ফেনীর পুলিশ সুপার রেজাউল হক (পিপিএম) বলেছেন, এক সময় ফেনী ছিলো সন্ত্রাসের জনপদ। এ জেলার পরিচিতি ছিলো বাংলার লেবানন। সেই সন্ত্রাসের জনপদ আজ শান্তির জনপদে পরিণত হয়েছে। আর এটি বাস্তবায়ন করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে ফেনীর পুলিশ।

বৃহস্পতিবার (০৯ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব ড. কামাল উদ্দিন আহমেদের জেলা পুলিশের সঙ্গে মত-বিনিময়কালে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, জেলায় আগে যেকেনো নির্বাচনেই হানাহানির ঘটনা ঘটতো।

কিন্তু বর্তমানে পৌরসভা, উপজেলা, ইউনিয়ন পরিষদসহ (ইউপি) সব নির্বাচনই শান্তিপূর্ণভাবে হয়েছে। বাংলাদেশ পুলিশ মুক্তিযুদ্ধের চেতনার আলোকে প্রতিশ্রুতি বদ্ধ থাকা ও গুরুত্বপূর্ণ ভূমিকা প‍ালনে এটি সম্ভব হয়েছে।

ফেনীর পুলিশ সুপার রেজাউল হকের সভাপতিত্বে ও অতিরিক্ত পুলিশ সুপার শামছুল আমল সরকারের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব ড. কামাল উদ্দিন আহমেদ।

এ সময় আরও বক্তব্য রাখেন- সহকারী পুলিশ সুপার (সার্কেল ছাগলনাইয়া- পরশুরাম) আবুল মালেক ভূঁইয়া, সহকারী পুলিশ সুপার (সার্কেল সোনাগাজী) জুনায়েদ কাউসার, ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাফর সালেহ, পরশুরাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম চৌধুরী, ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদ খান চৌধুরী, সোনাগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির, ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর গোলাম ফারুক, দাগনভূঞাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম উদ্দিন, ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর মোহাম্মদ সাইফুল, বোগদাদিয়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ শাহিনুজ্জামান, সোনাগাজী আদর্শ গ্রাম পুলিশ ফাঁড়ির ইনচার্জ মেসবাহ উদ্দিন, ছাগলনাইয়া ঘোপাল তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোহাম্মদ আলীসহ জেলার বিভিন্ন পর্যায়ের কর্মরত পুলিশ সদস্যরা।

এছাড়াও এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ডিএমপির ডিপ্লোম্যাটিক সিকিউরিটি বিভাগের ডিসি মোহাম্মদ জসীম উদ্দিন।

বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০১৭
এজি/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।