এর মধ্যে ‘আমানউল্লাহ মিজান’কে পাঁচ হাজার টাকা, ‘ফ্রেন্ডস’কে তিন হাজার টাকা, ‘আতা মিয়া’কে পাঁচ হাজার টাকা, ‘চাঁদের আলো’কে পাঁচ হাজার টাকা, ‘হ্যাভেন থ্রি’কে পাঁচ হাজার টাকা, ‘আশুমুদ্দিন’কে পাঁচ হাজার ও ‘শাহ মখদুম’কে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।
বৃহস্পতিবার (০৯ ফেব্রুয়ারি) দুপুরে জেলা প্রশাসনের নিবার্হী ম্যাজিস্ট্রেট জ্যোতি বিকাশ চন্দ্র ও তাসলিম নেছা নারায়ণগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়িতে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এ অর্থদণ্ড দেন।
নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ সেলিম মিয়া বাংলানিউজকে জানান, সরকারি নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও বাল্কহেড মালিকরা রাতের বেলায় দ্রুত গতিতে বাল্কহেড চালাচ্ছে। এতে করে অহরহ দুর্ঘটনা ঘটছে।
দুর্ঘটনা এড়াতে বুধবার রাতে শীতলক্ষ্যা নদীতে অভিযান পরিচালনা করে ৭টি বাল্কহেড আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে জেলা প্রশাসনের নিবার্হী ম্যাজিস্ট্রেটের মাধ্যমে তাদেরকে নগদ ওই অর্থদণ্ড দেয়া হয় বলে জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৬৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ৯, ২০১৭
এসআরএস/আরআই