বৃহস্পতিবার (০৯ ফেব্রুয়ারি) যোহরের নাজের পর দুপুর আড়াইটার দিকে আম বয়ানের মধ্য দিয়ে ইজতেমা শুরু হয়। এ সময় আম বয়ান পেশ করেন মাওলানা আব্দুল মতিন।
ইজতেমা ময়দানে দেশি-বিদেশি প্রায় আট লক্ষাধিক মুসল্লির সমাগম ঘটেছে। সকাল থেকেই মুসল্লিরা ইজতেমা ময়দানে আসতে শুরু করে।
ইজতেমায় মুসল্লিদের জন্য সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। এছাড়া জেলা প্রশাসন ও পুলিশের পক্ষ থেকে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা। ইজতেমা ১১ ফেব্রুয়ারি আখেরি মুনাজাতের মধ্য দিয়ে শেষ হবে।
সুনামগঞ্জ তাবলীগ জামাতের আমির মাওলানা আনোয়ার হোসাইন বাংলানিউজকে জানান, ইজতেমা সুষ্ঠুভাবে শুরু হয়েছে। দেশ-বিদেশ থেকে কয়েক লক্ষাধিক মুসল্লি ইজতেমায় যোগ দিয়েছেন।
বাংলাদেশ সময়: ১৭০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০১৭
এজি/আরএ