ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

পর্যটনও বাংলাদেশে শিল্প হিসেবে প্রতিষ্ঠা লাভ করবে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ৯, ২০১৭
পর্যটনও বাংলাদেশে শিল্প হিসেবে প্রতিষ্ঠা লাভ করবে

নারায়ণগঞ্জ: গার্মেন্টস শিল্পের পর বাংলাদেশে পর্যটনও একদিন শিল্প হিসেবে প্রতিষ্ঠা লাভ করবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন।

বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে ফতুল্লার পাগলার নৌপর্যটন উন্নয়ন উপলক্ষে মেরি অ্যান্ডারসন রেস্তোরাঁ ও বারের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন।

পর্যটনমন্ত্রী বলেন, পর্যটন এখন শুধু বিনোদন নয়, এখন বড় ধরনের শিল্পখাত হিসেবে প্রতিষ্ঠা লাভ করবে।

পর্যটনকে শিল্পখাত হিসেবে প্রতিষ্ঠিত করতে সরকার বিভিন্ন ধরনের কাজ করে যাচ্ছে। আর পর্যটন শিল্পের উন্নয়ন করতে আমরা বদ্ধপরিকর। পর্যটনের উন্নয়নের অন্যতম হচ্ছে রাজনৈতিক স্থিতিশীলতা।

মেনন বলেন, যারা ’৭১ সালে গণহত্যা করে ক্ষান্ত হয়নি, তারা দেশে নতুন করে সমস্যা সৃষ্টি করতে পাঁয়তারা চালাচ্ছে। বর্তমান সরকার জঙ্গিবাদকে জিরো টলারেন্সে নিয়ে আসতে ভূমিকা পালন করছে।

মেনন আরও বলেন, বিএনপি নির্বাচনে না যাওয়ার জন্য নতুন ফন্দি খুঁজছে। ফলে নির্বাচন কমিশন নিয়ে অবান্তর কথা বলছে। তারা জানে নির্বাচনে গেলে পরাজিত হবে। যে কারণে নবগঠিত নির্বাচন কমিশনারকে প্রশ্নবিদ্ধ করতে চাইছে। ২০১৪ সালের মতো বিএনপি যদি নির্বাচনে না যায় তাহলে বিএনপি পুরোদমে বিলীন হয়ে যাবে।

অনুষ্ঠানে বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান ডা. অপরূপ চৌধুরী পিএইচডির সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নৌ পরিবহন মন্ত্রী শাজাহান খান।

শাজাহান খান বলেন, শেখ হাসিনার মতো একজন দক্ষ প্রধানমন্ত্রীর হাতে দেশের পরিচালনার দায়িত্ব থাকলে দেশ উন্নয়নে অগ্রসর হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নৌ পর্যটন মন্ত্রণালয়ের সচিব এসএম গোলাম ফারুক, বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান কমরেড এম মোজাম্মেল হক, বিআইডব্লিউটিসির চেয়ারম্যান প্রকৌশলী জ্ঞান রঞ্জন শীল, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পরিচালক আতাহার আলী, বাংলাদেশ পর্যটনের পরিচালক মিজানুর রহসান, নারায়ণগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন, সোনারগাঁও রেস্তোরাঁ ও বারের স্বত্ত্বাধিকারী বাবু সঞ্জয় কুমার রায়, নারায়ণগঞ্জ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাজনীম জেবিন বিনতে শেখ, ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল উদ্দিন ও জাতীয় শ্রমিকলীগ নেতা কাউসার আহম্মেদ পলাশ প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৭৩৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০১৭
এএটি/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।