ভুক্তভোগীর অভিযোগের পরিপ্রেক্ষিতে রানাকে বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) বেলা ৩টার দিকে আটক করে ঢামেক ক্যাম্প পুলিশ।
বুধবার (৮ ফেব্রুয়ারি) দিবাগত মধ্যরাতে ঢামেকের মেডিসিন ২২১ নম্বর ওয়ার্ডে শ্লীলতাহানির এ চেষ্টা ঘটে।
ঢামেক পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া ভুক্তভোগীর বরাত দিয়ে জানান, ওই নারীর এক স্বজন ২২১ নম্বর ওয়ার্ডে ভর্তি। বুধবার রাতে সবাই ঘুমিয়ে পড়লে তার শ্লীলতাহানির চেষ্টা করে রানা।
এ সময় চিৎকার ও ধস্তাধস্তির শব্দে ওয়ার্ডের লোকজন জেগে উঠে রানাকে মারধর করে। পরে তারা রানাকে ছেড়ে দেয়।
বৃহস্পতিবার (ফেব্রুয়ারি ০৯) দুপুরে রানা ফের ওই ওয়ার্ডে আসলে তাকে আটক করে পুলিশ।
আটক রানা জানান, গত ৮/১০ বছর ধরে তিনি ঢামেকে কাজ করেন। গত ৪/৫ মাস ধরে ২২১ নম্বর ওয়ার্ডে ধোয়ামোছার কাজ করেন তিনি।
অভিযোগ অস্বীকার করে তিনি জানান, রাতে ওয়ার্ডে কাজ করার সময় অন্ধকারে ভিকটিমের সঙ্গে তার ধাক্কা লাগে।
বহিঃবিভাগের ওয়ার্ড মাস্টার মোহাম্মদ রিয়াজ বলেন, এ ঘটনার পরে আমরা রানাকে ওয়ার্ড থেকে বের করে দিয়েছি। খবর পেয়ে শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) জাহাঙ্গীর এসে রানাকে আটক করেন।
বাংলাদেশ সময়: ১৭৪৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০১৭
এজেডএস/আরআর/আরআই