ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

ঢামেকে রোগীর স্বজনের শ্লীলতাহানির চেষ্টা, আটক ১

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ৯, ২০১৭
ঢামেকে রোগীর স্বজনের শ্লীলতাহানির চেষ্টা, আটক ১ ঢামেকে রোগীর স্বজনের শ্লীলতাহানির চেষ্টায় আটক-ছবি-বাংলানিউজ

ঢাকা: ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে এক রোগীর স্বজনকে শ্লীলতাহানির  অভিযোগে রইজ উদ্দিন রানা (৪০) নামে একজনকে আটক করেছে পুলিশ।

ভুক্তভোগীর অভিযোগের পরিপ্রেক্ষিতে রানাকে বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) বেলা ৩টার দিকে আটক করে ঢামেক ক্যাম্প পুলিশ।

বুধবার (৮ ফেব্রুয়ারি) দিবাগত মধ্যরাতে ঢামেকের মেডিসিন ২২১ নম্বর ওয়ার্ডে শ্লীলতাহানির এ চেষ্টা ঘটে।

 

ঢামেক পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া ভুক্তভোগীর বরাত দিয়ে জানান, ওই নারীর এক স্বজন ২২১ নম্বর ওয়ার্ডে ভর্তি। বুধবার রাতে সবাই ঘুমিয়ে পড়লে তার শ্লীলতাহানির চেষ্টা করে রানা। ‍

এ সময় চিৎকার ও ধস্তাধস্তির শব্দে ওয়ার্ডের লোকজন জেগে উঠে রানাকে মারধর করে। পরে তারা রানাকে ছেড়ে দেয়।

বৃহস্পতিবার (ফেব্রুয়ারি ০৯) দুপুরে রানা ফের ওই ওয়ার্ডে আসলে তাকে আটক করে পুলিশ।

আটক রানা জানান, গত ৮/১০ বছর ধরে তিনি ঢামেকে কাজ করেন। গত ৪/৫ মাস ধরে ২২১ নম্বর ওয়ার্ডে ধোয়ামোছার কাজ করেন তিনি।
অভিযোগ অস্বীকার করে তিনি জানান, রাতে ওয়ার্ডে কাজ করার সময় অন্ধকারে ভিকটিমের সঙ্গে তার ধাক্কা লাগে।

বহিঃবিভাগের ওয়ার্ড মাস্টার মোহাম্মদ রিয়াজ বলেন, এ ঘটনার পরে আমরা রানাকে ওয়ার্ড থেকে বের করে দিয়েছি। খবর পেয়ে শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) জাহাঙ্গীর এসে রানাকে আটক করেন।

বাংলাদেশ সময়: ১৭৪৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০১৭

এজেডএস/আরআর/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।