বৃহস্পতিবার (০৯ ফেব্রুয়ারি) দুপুরে তাদের আটক করা হয়।
আটক তিনজন হলেন- বাঘাইছড়ি উপজেলার বঙ্গলতলী ইউনিয়নের জ্যোতিলাল চাকমার মেয়ে লুম্বনী চাকমা (৩৪), জেলা সদরের বন্ধুকভাঙ্গা ইউনিয়নের মোবাছড়ি গ্রামের ভর্তা চাকমার মেয়ে হিতোষী চাকমা ও জেলা শহরের রাঙাপানি এলাকার নোয়াদাম পাড়ার মৃত কুলুদা চাকমার ছেলে হিরু চাকমা।
মানিকছড়ি থানা সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো মানিকছড়ি এলাকার চেকপোস্টে তল্লাশি চালাচ্ছিল পুলিশ। দুপুরে বিআরটিসি’র একটি বাসে তল্লাশি চালিয়ে ৭০ লিটার চোলাই মদসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
রাঙামাটির কোতোয়ালি থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. সুমন বাংলানিউজকে জানান, আটক তিন মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
উদ্ধার করা ৭০ লিটার চোলাই মদের আনুমানিক মূল্য ২১ হাজার টাকা বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৭৪৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০১৭
এজি/আরএ