কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম বাংলানিউজকে বলেন, স্থানীয় চরঘাগড়া এলাকার মাইনুদ্দিন ফকির পীরের মাজারে বার্ষিক ওরস শেষে বাড়ি ফেরার পথে বাসটি উল্টে খাদে পড়ে যায়। এতে কমপক্ষে ২৫ জন আহত হন।
স্থানীয় ফায়ার সার্ভিস কর্মীরা তাদের উদ্ধার করে কমিউনিটি বেজড মেডিকেল কলেজ হাসাপাতালে নিয়ে যান। প্রাথমিক চিকিৎসা শেষে তারা বাড়ি ফিরে যান বলে জানান ওসি কামরুল ইসলাম।
বাংলাদেশ সময়: ১৭৫৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০১৭
এমএএএম/জিপি/বিএস