ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

ময়মনসিংহে বাস খাদে পড়ে আহত ২৫

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ৯, ২০১৭
ময়মনসিংহে বাস খাদে পড়ে আহত ২৫ ময়মনসিংহ সদর উপজেলার চরঘাগড়া এলাকায় বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে- ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ময়মনসিংহ: ময়মনসিংহে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে অন্তত ২৫ যাত্রী আহত হয়েছেন। বৃহস্পতিবার (০৯ ফেব্রুয়ারি) দুপুরে ময়মনসিংহ সদর উপজেলার চরঘাগড়া এলাকায় এ ঘটনা ঘটে।

কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম বাংলানিউজকে বলেন, স্থানীয় চরঘাগড়া এলাকার মাইনুদ্দিন ফকির পীরের মাজারে বার্ষিক ওরস শেষে বাড়ি ফেরার পথে বাসটি উল্টে খাদে পড়ে যায়। এতে কমপক্ষে ২৫ জন আহত হন।

স্থানীয় ফায়ার সার্ভিস কর্মীরা তাদের উদ্ধার করে কমিউনিটি বেজড মেডিকেল কলেজ হাসাপাতালে নিয়ে যান। প্রাথমিক চিকিৎসা শেষে তারা বাড়ি ফিরে যান বলে জানান ওসি কামরুল ইসলাম।

বাংলাদেশ সময়: ১৭৫৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০১৭
এমএএএম/জিপি/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।