ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

ত্রিশালে মুক্তিযোদ্ধাদের বিক্ষোভ মিছিল-সমাবেশ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ৯, ২০১৭
ত্রিশালে মুক্তিযোদ্ধাদের বিক্ষোভ মিছিল-সমাবেশ

ময়মনসিংহ: ময়মনসিংহের ত্রিশালে মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে মিথ্যাচারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে স্থানীয় মুক্তিযোদ্ধারা।

বৃহস্পতিবার (০৯ ফেব্রুয়ারি) দুপুরে স্থানীয় উপজেলা মুক্তিযোদ্ধা অফিস থেকে এ বিক্ষোভ মিছিলটি বের করা হয়। পরে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে স্মৃতিসৌধের সামনে এসে শেষ হয়।

 

সমাবেশে ত্রিশাল ছাড়াও ভালুকা, গফরগাঁও ও ফুলবাড়ীয়া উপজেলার চার শতাধিক মুক্তিযোদ্ধা ও তাদের সন্তানরা অংশ নেন।

সমাবেশে বক্তব্য রাখেন- ময়মনসিংহ জেলা নাগরিক আন্দোলনের সাধারণ সম্পাদক প্রকৌশলী নূরল আমিন কালাম, বীর মুক্তিযোদ্ধা নূরুল ইসলাম মোমেন, গফরগাঁও উপজেলার সাবেক কমান্ডার হাফিজ উদ্দিন, ভালুকার সহকারী কমান্ডার আব্দুল বারী, ত্রিশালের কমান্ডার নাজিম উদ্দিন, ত্রিশাল উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যন শোভা মিয়া আকন্দ প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৮০৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০১৭
এমএএএম/বিএস

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।