ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

প্রাথমিকে ৪৫ হাজার শিক্ষকের পদ শূন্য

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ৯, ২০১৭
প্রাথমিকে ৪৫ হাজার শিক্ষকের পদ শূন্য প্রাথমিক ও গণ শিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান

জাতীয় সংসদ ভবন থেকে: সারাদেশে প্রাথমিক বিদ্যালয়ে ৪৫ হাজার তিনটি শিক্ষকের পদ শূন্য রয়েছে বলে সংসদে জানিয়েছেন প্রাথমিক ও গণ শিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান।

বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে জাতীয় সংসদে টেবিলে উত্থাপিত বেগম লায়লা আরজুমান বানুর এ সংক্রান্ত এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য জানান।

সংসদে মন্ত্রীর দেওয়া তথ্যানুযায়ী, প্রধান শিক্ষকের শূন্যপদ ১৭ হাজার ৬শ’ ১৫টি এবং সহকারী শিক্ষকের শূন্যপদ ২৭ হাজার ৩শ’ ৮৮টি।

এছাড়া প্রাক-প্রাথমিকে তিন ধাপে ৩৫ হাজার ৪শ’ ৩৭ জনকে নিয়োগ দেওয়া হয়েছে। সর্বশেষ ২০১৬ সালের ১ জানুয়ারি পর্যন্ত প্রথম ধাপে ১৪ হাজার ৭১ জন, দ্বিতীয় ধাপে ৬ হাজার ৯শ ৯২ জন, তৃতীয় ধাপে ১৪ হাজার ৩শ’ ৭৪ জনকে নিয়োগ দেওয়া হয়।

প্রাক-প্রাথমিকের ৩ হাজার ৪শ’ ৪০টি পদে শুধু মুক্তিযোদ্ধা কোটায় নিয়োগের জন্য লিখিত ও মৌখিক পরীক্ষা সম্পন্ন হয়েছে। এদের দ্রুততম সময়ের মধ্যে নিয়োগ কাজ সম্পন্ন করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮২৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০১৭
এসএম/জিপি/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।