ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

ঈশ্বরগঞ্জে কাফনের কাপড় পরে শিক্ষার্থীদের সড়ক অবরোধ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩১ ঘণ্টা, ফেব্রুয়ারি ৯, ২০১৭
ঈশ্বরগঞ্জে কাফনের কাপড় পরে শিক্ষার্থীদের সড়ক অবরোধ ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়ক অবরোধ, ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ময়মনসিংহ: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ ডিগ্রি কলেজের প্রথমবর্ষের ৩৩ শিক্ষার্থীকে বহিষ্কার করার প্রতিবাদে কাফনের কাপড় পরে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে ঘণ্টাব্যাপী তারা কলেজের সামনে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করে রাখেন। পরে পুলিশের আশ্বাসে শিক্ষার্থীরা অবরোধ তুলে নেন।

আন্দোলনকারী শিক্ষার্থীরা জানান, ঈশ্বরগঞ্জ ডিগ্রি কলেজের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের প্রথমবর্ষ পরীক্ষায় ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে ৮৩ জন পরীক্ষার্থী নান্দাইল ডিগ্রি পরীক্ষার ভেন্যুতে অংশ নেন। গত ৩১ জানুয়ারি ডিগ্রি প্রথমবর্ষের ফল প্রকাশ করে জাতীয় বিশ্ববিদ্যালয়। সেখানে তাদের কোনো ফল পাওয়া যায়নি। এদিকে, ফল প্রকাশের আগে গত ২৩ জানুয়ারি ৩৩ পরীক্ষার্থীর নামে কৈফিয়তপত্র পাঠানো হয়।

মার্কেটিং দ্বিতীয়পত্র বিষয়ে পরীক্ষায় শৃঙ্খলা পরিপন্থী আচরণ করায় পরীক্ষক তাদের বহিষ্কার করেছেন। এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে শিক্ষার্থীদের বিরুদ্ধে কেন শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না- এমন পত্র প্রাপ্তির ১০ দিনের মধ্যে পরীক্ষা নিয়ন্ত্রক বরাবর লিখিতভাবে জানাতে নির্দেশ দেওয়া হয়।

পরে শিক্ষার্থীরা নির্দোষ দাবি করে গত ২৮ জানুয়ারি পরীক্ষা নিয়ন্ত্রণক বরাবর চিঠি পাঠান। এরমধ্যে গত ৩১ জানুয়ারি ডিগ্রি প্রথমবর্ষের প্রকাশিত ফলে ৩৩ শিক্ষার্থীর কোনো ফল আসেনি। এ ঘটনার প্রতিবাদে তারা ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়ক অবরোধ করেন।

বিকেল ৩টার দিকে বহিষ্কৃত শিক্ষার্থীদের বহিষ্কারাদেশ প্রত্যাহারের আবেদন জানিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক বরাবর লিখিত একটি স্মারকলিপি স্থানীয় উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে হস্তান্তর করা হয়।

বাংলাদেশ সময়: ১৮২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০১৭
এমএএএম/টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।