ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

নওগাঁয় ভুয়া চিকিৎসকে জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ৯, ২০১৭
নওগাঁয় ভুয়া চিকিৎসকে জরিমানা নওগাঁয় ভুয়া চিকিৎসকে জরিমানা

নওগাঁ: নওগাঁ শহরের পিটিআই মোড়ের চৌধুরী ডেন্টাল কেয়ারে অভিযান চালিয়ে আব্দুস সালাম নামে এক ভুয়া চিকিৎসককে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (০৯ ফেব্রুয়ারি) বিকেলে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম হাবিবুল হাসান এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

তিনি বাংলানিউজকে জানান, শহরের পিটিআই মোড়ে চৌধুরী ডেন্টাল কেয়ারে কোনো প্রকার চিকিৎসা সনদ ছাড়াই এক ভুয়া চিকিৎসক দীর্ঘদিন ধরে দাঁতের চিকিৎসা দিয়ে আসছেন, এমন গোপন সংবাদের ভিত্তিতে চৌধুরী ডেন্টাল কেয়ারে অভিযান চালিয়ে ভুয়া চিকিৎসক আব্দুস সালামকে তার চেম্বার থেকে আটক করা হয়।

পরে আব্দুস সালামের কাছে চিকিৎসা সনদ দেখতে চাইলে তিনি কোনো সনদ দেখাতে পারেননি। এতে আব্দুস সালামে বিরুদ্ধে প্রতারণার অভিযোগ এনে এক লাখ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে ওই চেম্বারটিও সিলগালা করে দেওয়া হয়।
 
অভিযানে জেলা সিভিল সার্জন কার্যালয়ের স্বাস্থ্য কর্মকর্তা শরিফুল ইসলাম ও সদর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সোহেল রানা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৯১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০১৭
এজি/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।