ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

ফতুল্লায় ‘মুক্তিযুদ্ধকালের’ বস্তাভর্তি গুলি ও ৭ রাইফেল উদ্ধার

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ৯, ২০১৭
ফতুল্লায় ‘মুক্তিযুদ্ধকালের’ বস্তাভর্তি গুলি ও ৭ রাইফেল উদ্ধার

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের ফতুল্লায় মাটি খুঁড়ে ৭টি থ্রি নট থ্রি রাইফেল ও বস্তাভর্তি গুলি উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, একাত্তরে মহান মুক্তিযুদ্ধ চলাকালে এসব অস্ত্র ব্যবহারের জন্য গেঁড়ে রাখা হয়েছিল।

বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ফতুল্লার ভূইগড় কড়ইতলা এলাকার তাহেরুনেনছা রুনুর বাড়ি থেকে এসব অস্ত্র উদ্ধার করা হয়।  

তাহেরুননেছার ভাই সিরাজুল ইসলাম নারায়ণগঞ্জ-৪ আসনের বিএনপি দলীয় সংসদ সদস্য ছিলেন।

তিনি ‍মুক্তিযুদ্ধের সময় একটি সাব সেক্টরে কমান্ডার হিসেবে লড়াই করেন।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামালউদ্দিন বাংলানিউজকে জানান, উপজেলার ভূইগড় কড়ইতলায় তাহেরুননেছা রুনুর বাড়িতে মাটি ভরাট ও খননের কাজ চলছিল। ওই সময়ে শ্রমিকেরা বস্তা দেখতে পেয়ে সেগুলোর ভেতরে গুলি ও রাইফেল দেখে পুলিশকে খবর দেন।  

পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে একটি বস্তা থেকে গুলি ও ৭টি রাইফেল উদ্ধার করে। এসব রাইফেল এখন ব্যবহার অযোগ্য।

ওসি আরও বলেন, আমাদের ধারণা এগুলো মুক্তিযুদ্ধকালের। এগুলো এখন ব্যবহার করা যাবে না। শুক্রবার (১০ ফেব্রুয়ারি) পুলিশ এ ব্যাপারে আরও তল্লাশি করবে।

বাংলাদেশ সময়: ১৯২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০১৭
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।