বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ফতুল্লার ভূইগড় কড়ইতলা এলাকার তাহেরুনেনছা রুনুর বাড়ি থেকে এসব অস্ত্র উদ্ধার করা হয়।
তাহেরুননেছার ভাই সিরাজুল ইসলাম নারায়ণগঞ্জ-৪ আসনের বিএনপি দলীয় সংসদ সদস্য ছিলেন।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামালউদ্দিন বাংলানিউজকে জানান, উপজেলার ভূইগড় কড়ইতলায় তাহেরুননেছা রুনুর বাড়িতে মাটি ভরাট ও খননের কাজ চলছিল। ওই সময়ে শ্রমিকেরা বস্তা দেখতে পেয়ে সেগুলোর ভেতরে গুলি ও রাইফেল দেখে পুলিশকে খবর দেন।
পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে একটি বস্তা থেকে গুলি ও ৭টি রাইফেল উদ্ধার করে। এসব রাইফেল এখন ব্যবহার অযোগ্য।
ওসি আরও বলেন, আমাদের ধারণা এগুলো মুক্তিযুদ্ধকালের। এগুলো এখন ব্যবহার করা যাবে না। শুক্রবার (১০ ফেব্রুয়ারি) পুলিশ এ ব্যাপারে আরও তল্লাশি করবে।
বাংলাদেশ সময়: ১৯২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০১৭
এইচএ/