ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

নলডাঙ্গায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মধ্যে নগদ অর্থ বিতরণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ৯, ২০১৭
নলডাঙ্গায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মধ্যে নগদ অর্থ বিতরণ নলডাঙ্গায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মধ্যে নগদ অর্থ বিতরণ-ছবি: বাংলানিউজ

নাটোর: নাটোরের নলডাঙ্গা উপজেলার জামতৈল গ্রামে আগুনে পুড়ে যাওয়া ক্ষতিগ্রস্ত ৬টি পরিবারে নগদ ৫ হাজার করে মোট ৩০ হাজার টাকা দিয়েছে উপজেলা প্রশাসন।

বৃহস্পতিবার ( ৯ ফেব্রুয়ারি) বিকেলে জেলা প্রশাসক শাহিনা খাতুন ক্ষতিগ্রস্তদের বাড়িতে গিয়ে তাদের হাতে এসব অর্থ তুলে দেন। এসময় প্রত্যেকটি পরিবারকে দুই বান্ডিল করে টিন দেওয়ার ঘোষণা দেওয়া হয়।

সেখানে উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন, নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শারমিন আক্তার জাহান, পিপরুল ইউপি চেয়ারম্যান কলিমুদ্দিন, স্থানীয় ইউপি সদস্য আখের আলী প্রমুখ উপস্থিত ছিলেন।
 
২৭ জানুয়ারি ভোরে জামতলী গ্রামে অগ্নিকাণ্ডে ৬টি পরিবারের ৯টি বসতঘর, ২টি রান্না ঘর, ২টি গোয়ালঘর, একটি গরু, ৩টি ছাগল এবং ঘরে রাখা চাল-ডাল, জমির দলিলপত্রসহ মূল্যবান জিনিসপত্র পুড়ে যায়। এতে তাদের কয়েক লাখ টাকার ক্ষতি হয়।
 
বাংলাদেশ সময়: ২০০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।