ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

ধামরাইয়ে সজাগের পিঠা উৎসব

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২১ ঘণ্টা, ফেব্রুয়ারি ৯, ২০১৭
ধামরাইয়ে সজাগের পিঠা উৎসব ধামরাইয়ে সজাগের পিঠা উৎসব-ছবি: বাংলানিউজ

ধামরাই, ঢাকা: ঢাকার ধামরাই উপজেলার কালামপুরে পিঠা উৎসবের আয়োজন করা হয়েছে। বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) বিকেল ৫টার দিকে সমাজ থেকে ও জাতী গঠন (সজাগ) নামের একটি বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠন এ উৎসবের আয়োজন করে।

সজাগের কর্মকর্তা-কর্মচারীরা তাদের নিজ নিজ কর্মএলাকা থেকে এসব পিঠা তৈরি করে আনেন। পরে সজাগের প্রধান সেন্টারের হল রুমে প্রায় শতাধীক রকমের পিঠা প্রদর্শন করা হয়।

পিঠা উৎসবে আসা অতিথিরা অবাক হয়ে যান হরেক রকমের এসব অচেনা পিঠার আয়োজন দেখে। প্রদর্শিত পিঠার সঙ্গে অতিথিদের পরিচয় করিয়ে দেওয়া হয়। সেইসঙ্গে পিঠার স্বাদ নিতে অতিথিদের খেতেও দেওয়া হয়।

সজাগের পরিচালক আব্দুল মতিন বাংলানিউজকে বলেন, এসব পিঠা আমার সংগঠনের সদস্যরা তৈরি করেছে। আগামীতে আরো বড় করে এ পিঠা উৎসব পালন করা হবে।

বাংলাদেশ সময়: ২০১৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।