ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

বারিধারায় প্রাণঘাতী দেয়াল ধসের খণ্ডচিত্র

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২২ ঘণ্টা, ফেব্রুয়ারি ৯, ২০১৭
বারিধারায় প্রাণঘাতী দেয়াল ধসের খণ্ডচিত্র বারিধারায় নির্মাণাধীন বাড়ির দেয়াল ধসে কেড়ে নেয় একজনের প্রাণ-ছবি আনোয়ার হোসেন রানা

ঢাকা: রাজধানীর বারিধারার ১৩ নম্বর সড়ক। সড়কের পাশে সকাল থেকেই বাড়ি নির্মাণে ব্যস্ত শ্রমিকেরা। কেউবা ইট ভাঙছেন, কেউবা ব্যস্ত রড-সিমেন্ট নিয়ে।

এরইমধ্যে বিকট শব্দ। কিছু বুঝে ওঠার আগেই চোখের সামনে দেখলেন দেয়ালের নিচে চাপা পড়েছেন তাদেরই কয়েক সহকর্মী।

দেয়ালের আরেক পাশে চাপা পড়ে আছে আরেক সহকর্মীর নিথর দেহ।  

বারিধারায় নির্মাণাধীন বাড়ির দেয়াল ধসে কেড়ে নেয় একজনের প্রাণ-ছবি আনোয়ার হোসেন রানাবৃহস্পতিবার  (৯ ফেব্রুয়ারি) সকাল ১০টায় বারিধারায় নির্মাণাধীন বাড়ির ওই দেয়াল ধসে এভাবে কেড়ে নেয় একজনের প্রাণ। জখম করে আরও তিন শ্রমিককে।

বারিধারায় নির্মাণাধীন বাড়ির দেয়াল ধসে কেড়ে নেয় একজনের প্রাণ-ছবি আনোয়ার হোসেন রানাদেয়াল ধসের এ ঘটনায় স্থানীয় লোকজন ক্ষোভ প্রকাশ করে জানান, দেয়ালটা বেশ পুরনো ছিল।  

বারিধারায় নির্মাণাধীন বাড়ির দেয়াল ধসে কেড়ে নেয় একজনের প্রাণ-ছবি আনোয়ার হোসেন রানাশ্রমিক ও স্থানীয় লোকজনের দাবি, এ দেয়ালের পাশে পাথরের টুকরো ও বালি বোঝাই করে রাখা হয়েছিল। এ কারণেই দেয়ালের ওপর চাপ পড়ে এ প্রাণঘাতী দুর্ঘটনা ঘটে।  

বারিধারায় নির্মাণাধীন বাড়ির দেয়াল ধসে কেড়ে নেয় একজনের প্রাণ-ছবি আনোয়ার হোসেন রানাবাংলাদেশ সময়: ২০২২ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০১৭

আরআর/এইচএ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।