এরইমধ্যে বিকট শব্দ। কিছু বুঝে ওঠার আগেই চোখের সামনে দেখলেন দেয়ালের নিচে চাপা পড়েছেন তাদেরই কয়েক সহকর্মী।
বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) সকাল ১০টায় বারিধারায় নির্মাণাধীন বাড়ির ওই দেয়াল ধসে এভাবে কেড়ে নেয় একজনের প্রাণ। জখম করে আরও তিন শ্রমিককে।
দেয়াল ধসের এ ঘটনায় স্থানীয় লোকজন ক্ষোভ প্রকাশ করে জানান, দেয়ালটা বেশ পুরনো ছিল।
শ্রমিক ও স্থানীয় লোকজনের দাবি, এ দেয়ালের পাশে পাথরের টুকরো ও বালি বোঝাই করে রাখা হয়েছিল। এ কারণেই দেয়ালের ওপর চাপ পড়ে এ প্রাণঘাতী দুর্ঘটনা ঘটে।
বাংলাদেশ সময়: ২০২২ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০১৭
আরআর/এইচএ