বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে আসামির উপস্থিতিতে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আল মাহমুদ ফায়জুল কবীর এ রায় দেন।
মামলার বিবরণীতে জানা গেছে, ২০১৫ সালের ১১ আগস্ট দুপুরে জেলার সিংগাইর উপজেলার টানগোপালনগর গ্রামে আজিজুল খার ছেলে দণ্ডপ্রাপ্ত শিপন (১৮) খেলনা গাড়ি কিনে দেওয়ার প্রলোভন দেখিয়ে প্রতিবেশী ৫ বছরের এক শিশুকে তার ঘরে নিয়ে বলাৎকার করে।
পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে শিশুটির পায়ুপথে ৫টি সেলাই দেওয়া হয়। এ ব্যাপারে শিশুটির দাদী বাদী হয়ে ২০১৫ সালের ১৮ আগস্ট মানিকগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেন। আদালতের নির্দেশে সিংগাইর থানা পুলিশ তদন্ত করে ২০১৫ সালে ৭ অক্টোবর মামলাটি রেকর্ড করেন।
২০১৬ সালে ১২ মার্চ মামলাটির অভিযোগপত্র ( চার্জশিট) গ্রহণ করেন আদালত। মামলায় মোট ৯ জন সাক্ষি সাক্ষ্য দেন। বিজ্ঞ বিচারক অতিরিক্ত জেলা ও দায়রা জজ আল মাহমুদ ফায়জুল কবীর দণ্ডবিধির ৩৩৭ ধারায় দোষী সাব্যস্ত করে আসামি শিপনকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা অর্থ দণ্ডসহ অনাদায়ে আরো ২ মাস বিনাশ্রম করাদণ্ড দেন।
বাদীপক্ষে এপিপি নিরঞ্জন বসাক ও আসামিপক্ষে আব্দুর রাজ্জাক মামলাটি পরিচালনা করেন।
বাংলাদেশ সময়: ২০৪৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০১৭
আরএ