বিশেষ উদ্যোগ হচ্ছে- একটি বাড়ি একটি খামার প্রকল্প, আশ্রায়ন প্রকল্প, ডিজিটাল বাংলাদেশ প্রকল্প, শিক্ষা সহায়তা কার্যক্রম, নারীর ক্ষমতায়ন, ঘরে ঘরে বিদ্যুৎ, কমিউনিটি ক্লিনিক ও মানসিক স্বাস্থ্য, সামাজিক নিরাপত্তা কর্মসূচি, বিনিয়োগ বিকাশ এবং পরিবেশ সুরক্ষা।
বৃহস্পতিবার (০৯ ফেব্রুয়ারি) প্রধান তথ্য কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন গণমাধ্যম কর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভায় বিষয়টি জানান।
সভায় এ প্রধান তথ্য কর্মকর্তা বলেন, গণমাধ্যম পরিবর্তন নিয়ে কাজ করে। সমাজের অন্য কোনো সেক্টর পরিবর্তন নিয়ে এতো কাজ করে না। মিডিয়াই হচ্ছে পরিবর্তনের ক্যাটারিস্ট।
জাহাঙ্গীর হোসেন বলেন, এক সময় গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করা হতো। কিন্তু এখন সেটা হয় না। যুগ পাল্টে গেছে, এখন সেই অবস্থা নেই। এখন শুধু সংবাদপত্র নয়, এখন অনলাইন, ইলেকট্রনিক মিডিয়াও সমাজ পরিবর্তনে ভূমিকা রাখছে। তাই আমাদের গণমাধ্যমের সঙ্গে মিলেমিশে কাজ করতে হবে। পরস্পর পরস্পরকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১০টি বিশেষ উদ্যোগকে প্রচারের জন্য অনলাইন ও ইলেকট্রনিক মিডিয়ার উপযোগী করে ফিচার তৈরি করা হবে বলেও তিনি জানান।
তথ্য অধিদফতর আরও গতিশীল করার উপর গুরুত্বারোপ করে জাহাঙ্গীর বলেন, তথ্য অধিদফতর ও কার্যালয়কে আরও তথ্যপ্রযুক্তি নির্ভর করে গড়ে তোলা হবে। দ্রুতই এ কাজ করা হবে। সরকারি অফিস বলে সকালে কোনো কাজ বললে বিকালে হবে না। এই মানসিকতা পরিবর্তন করতে হবে। বেসরকারি প্রতিষ্ঠানগুলো পারে কি করে?
তিনি বলেন, যুগ পাল্টে গেছে, প্রযুক্তি পাল্টে গেছে। আর পিআইডি পাল্টাবে না সেটা হতে পারে না। প্রয়োজনে নতুন ডিভাইস কিনতে হবে। অন্যদের থাকলে আমাদের কেন থাকবে না। পিআইডির মাইন্ড সেটেও এই পরিবর্তন আনতে হবে। সারাদেশ ডিজিটালে প্রবেশ করছে, তথ্য অধিদফতরকে আরও ডিজিটালাইজড হতে হবে।
এ সময় সাংবাদিকদের কাছ থেকে পিআইডির বিভিন্ন সমস্যার কথা উঠে আসার পর দ্রুত সমাধান করার আশ্বাসও দেন তিনি।
জাহাঙ্গীর হোসেন বলেন, অনলাইনে অ্যাক্রিডিটেশন কার্ড যাতে পূরণ করে অনলাইনেই সাবমিট করা যায়, সে ব্যবস্থা করা হবে।
বিভিন্ন প্রয়োজনীয় আবেদন অনলাইনে জমা নেওয়ার ব্যবস্থা করতে কর্মকর্তাদের তাৎক্ষণিক নির্দেশ দিয়ে তিনি বলেন, প্রত্যন্ত অঞ্চলে বসে, গ্রামে বসে, পাহাড়ে বসেও যেন অনলাইনে যে কেউ আবেদন ফরম পূরণ করতে পারেন, সেই ব্যবস্থা করা হচ্ছে।
এ সংক্রান্ত জটিলতাগুলো দ্রুতই দূর করতে হবে। সেই সঙ্গে অ্যাক্রিডিটেশন কার্ড নবায়ন যাতে দ্রুত হয় সে ব্যবস্তাও করতে হবে বলে জানান ) প্রধান তথ্য কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন।
বাংলাদেশ সময়: ২১০২ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০১৭
এসকে/টিআই