বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে ধামরাই-ধানতারা সড়কে এ দুর্ঘটনা ঘটে। আব্দুল আউয়ালের বাড়ি ধামরাই থানার ডেমরান গ্রামে।
ধামরাই থানার উপ-পরিদর্শক (এসআই) মো. হাসান আলী বাংলানিউজকে জানান, সন্ধ্যায় ধামরাই বাজার থেকে ইজিবাইকে বাড়ি যাচ্ছিলেন আব্দুল আউয়াল। পথে শরিফবাগ এলাকায় এলে অসাবধনতাবশত তিনি ইজিবাইক থেকে পড়ে যান। এসময় পেছন থেকে আসা একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
তিনি আরও জানান, পরিবারের অনুরোধে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে।
বাংলাদেশ সময়: ২১০৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০১৭
আরবি/