বৃহস্পতিবার (০৯ ফেব্রুয়ারি) দুপুরে হিমেলের বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। হিমেল ওই এলাকার শহিদুল ইসলামের ছেলে।
পরে সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে র্যাব-১২ বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করে।
সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১২ কুষ্টিয়া শহরতলীর চৌড়হাস ফুলতলা এলাকায় মাদক ব্যবসায়ী হিমেলের বাড়িতে অভিযান চালায়। এ সময় ৩৫০ বোতল ফেনসিডিলসহ হিমেলকে আটক করা হয়।
হিমেল দীর্ঘদিন ধরে কুষ্টিয়াসহ বাংলাদেশের বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারীভাবে ফেনসিডিল বিক্রয় করে আসছিল। এছাড়া তার বিরুদ্ধে কুষ্টিয়া মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হবে বলেও জানা যায়।
বাংলাদেশ সময়: ২১১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯,২০১৭
এজি