‘ওয়াও রাইটার্স’ শীর্ষক এই প্রতিযোগিতায় সেরা তিনটি লেখা নির্বাচন করবেন বিচারক প্যানেল।
নির্বাচিত লেখাগুলো ওয়াওবক্স অ্যাপে প্রকাশ করা হবে।
বিচারকদের দেওয়া নম্বর এবং ব্যবহারকারীদের ভোটে জয়ী তিনজন একটি করে ল্যাপটপ পুরস্কার পাবেন।
আগ্রহীরা এ মাসের ১২ তারিখের মধ্যে লেখা (বাংলা বা ইংরেজি) জমা দিতে পারবেন। ২শ’ থেকে ৫শ’ শব্দের মধ্যে ফিকশন অথবা নন-ফিকশন লেখা জমা দেওয়া যাবে। ওয়াওবক্স অ্যাপের মাধ্যমে লিখে অথবা অ্যাপে ওয়ার্ড ডক ফাইল সংযুক্ত করে দিতে হবে।
এ বিষয়ে গ্রামীণফোনের প্রধান বিপণন কর্মকর্তা ইয়াসির আজমান বলেন, ‘বর্তমানে এ দেশে অনেক তরুণ প্রতিভাবান লেখক রয়েছেন, যারা তাদের লেখনি শুধু সামাজিক যোগাযোগের মাধ্যমেই প্রকাশ করছেন। এসব লেখকদের কাজগুলোকে বিশাল পরিসরে তুলে ধরার প্ল্যাটফর্ম তৈরি করে দেওয়াই ‘ওয়াও রাইটার্স’র লক্ষ্য। এটি তাদের সুপ্ত প্রতিভা বিকাশের ক্ষেত্রে চমৎকার সুযোগ তৈরি করবে। ’
গ্রামীণফোন গ্রাহকেরা তাদের অ্যান্ড্রয়েড স্মার্টফোনে গুগল প্লে স্টোর থেকে ওয়াওবক্স অ্যাপটি ডাউনলোড করে ইন্সটল করতে পারবেন।
গ্রামীণফোন গ্রাহকদের জন্য অ্যাপটিতে রয়েছে ডাটা প্যাক, ফ্রি মিউজিক, আকর্ষণীয় অফার, দেশীয় ও আন্তর্জাতিক সংবাদ, খেলার সংবাদ এবং আপডেটসহ আরও অনেক ফিচার। অ্যাপটি ব্যবহারে কোনো ডাটা খরচ হবে না।
বাংলাদেশ সময়: ২১২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০১৭
আরআর/টিআই