ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

ডেমরার প্যানেল চেয়ারপার্সনের কানের দুল ছিনতাই

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ৯, ২০১৭
ডেমরার প্যানেল চেয়ারপার্সনের কানের দুল ছিনতাই

ঢাকা: রাজধানীর গুলিস্তানে ডেমরার প্যানেল চেয়ারপার্সন মিতা চৌধুরীর (৪০) কানের দুল ছিনতায়ের ঘটনা ঘটেছে। এতে তার কানের লতি আংশিক ছিড়ে গেছে।
 

পরে রক্তাক্ত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ ( ঢামেক) হাসপাতালে নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (০৯ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮ট‍ার দিকে এ ছিনতাইয়ের ঘটনা ঘটে।



ঘটনাস্থলে সঙ্গে থাকা তার ছোট বোন ন‍ূসরাত জাহান বাংলানিউজকে জানান, মিতা চৌধুরী ঢাকার ডেমরার সারুলিয়‍া এলাকার সংরক্ষিত ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের প্যানেল চেয়ারপার্সন। রাতে তারা রিকশায় করে নিউমার্কেট থেকে গুলিস্তানে যান। রিকশা ভাড়া দেওয়ার সময় এক ছিনতাইকারী মিতার ডান কানের দুল নিয়ে পালিয়ে যায়। এতে তার কানের লতি আংশিক ছিড়ে যায়।

ঢামেক পুলিশ ক্যাম্পের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) বাবুল মিয়া বাংলানিউজকে জানান, রক্তাক্ত অবস্থায় মিতাকে ঢামেক হাসপাতালে আনা হয়েছে। বর্তমানে তিনি চিকিৎসাধীন।

বাংলাদেশ সময়: ২১১৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০১৭
এডেজএস/এজি/টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।