ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

না’গঞ্জে ৩ ইটভাটাকে ৩০ লাখ টাকা অর্থদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ৯, ২০১৭
না’গঞ্জে ৩ ইটভাটাকে ৩০ লাখ টাকা অর্থদণ্ড

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় তিনটি ইটভাটাকে ৩০ লাখ টাকা অর্থদণ্ড করেছে পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে ফতুল্লার বক্তাবলীতে অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে এ অর্থদণ্ড করে।

সনাতন পদ্ধতিতে ইটভাটায় কার্যক্রম চালানোর দায়ে দণ্ডপ্রাপ্ত ইটভাটাগুলো হলো-আওলাদ হোসেনের মালিকানাধীন একতা ব্রিকস, বদু মিয়ার মালিকানাধীন বদু ব্রিকস ও আয়নাল মিয়ার মালিকানাধীন আয়নাল ব্রিকস।

এ বিষয়ে নারায়ণগঞ্জ পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মুজাহিদুল ইসলাম বাংলানিউজকে জানান, সনাতন পদ্ধতিতে ইটভাটা চালানোয় ওই তিনটি প্রতিষ্ঠানের লোকজনকে আটক করা হয়। পরে পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোসাদ্দেক মেহেদীর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত প্রত্যেক ইটভাটাকে ১০ লাখ টাকা করে ৩০ লাখ টাকা দণ্ড করেন। দণ্ডের টাকা আদায় বাবদ তাদের ছেড়ে দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ২১৪৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০১৭
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।