ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

সিলেটে মেট্রোপলিটন ইউনিভার্সিটির সম্মেলন অনুষ্ঠিত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ৯, ২০১৭
সিলেটে মেট্রোপলিটন ইউনিভার্সিটির সম্মেলন অনুষ্ঠিত সিলেটে এনসিবিই সম্মেলন অনুষ্ঠিত, ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সিলেট: সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে ‘ন্যাশনাল কনফারেন্স অন বিজনেস অ্যান্ড ইকোনমিকস (এনসিবিই)’ সম্মেলনে ১৭টি গবেষণাপত্র উপস্থাপন করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এম. হাবিবুর রহমান লাইব্রেরি হলে দুই দিনব্যাপী এ সম্মেলন বুধবার (৮ ফেব্রুয়ারি) শুরু হয়ে বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে শেষ হয়।

সম্মেলনে বিভিন্ন বিষয়ের ওপর প্রথম দিন ৮টি এবং শেষ দিনে ৯টি গবেষণাপত্র উপস্থাপন করেন গবেষকরা।

‘কপিং ইমার্জিং বিজনেস চ্যালেঞ্জ’ এই বিষয়কে প্রতিপাদ্য করে মেট্রোপলিটন ইউনিভার্সিটির ‘স্কুল অব বিজনেস অ্যান্ড ইকোনমিকস’র উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এম হাবিবুর রহমান লাইব্রেরি হলে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে চিফ পেট্রোন ছিলেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ড. তৌফিক রহমান চৌধুরী। প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. সালেহ উদ্দিন, কনফারেন্স চেয়ার ছিলেন স্কুল অব বিজনেস অ্যান্ড ইকোনমিকসের ডিন অধ্যাপক ড. মো. তাহের বিল্লাল খলিফা এবং মূলপ্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক শিবলি রুবায়াত উল ইসলাম।

প্রথমদিন মুখ্য আলোচক ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) ব্যবসায় প্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. শহিদুল হক, সহকারী অধ্যাপক ড. মো. মিজানুর রজসার।

শেষ দিনে আলোচক ছিলেন শাবির ব্যবসায় প্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. মনিরুল ইসলাম ও অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. সাদিকুন্নবী চৌধুরী।

সম্মেলনের আহবায়ক ও বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন বিভাগের প্রধান মো. জামাল উদ্দিন বলেন, এ নিয়ে দ্বিতীয়বারের মতো এনসিবিই সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এ সম্মেলন গবেষকদের আগামী গবেষণা কাজে অনুপ্রেরণা জোগাবে।

মেট্রোপলিটন ইউনিভার্সিটির ব্যবসায় প্রশাসন বিভাগের সিনিয়র লেকচারার জিয়াউর রহমানের সমন্বয়ে সমাপনী অধিবেশনে অংশগ্রহণকারী সব গবেষকের হাতে সার্টিফিকেট ও ক্রেস্ট তুলে দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ০৯৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০১৭
এনইউ/টিআই

 

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।