ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

হাজীগঞ্জে মাদক ব্যবসায়ী কারাগারে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০১ ঘণ্টা, ফেব্রুয়ারি ৯, ২০১৭
হাজীগঞ্জে মাদক ব্যবসায়ী কারাগারে

চাঁদপুর: চাঁদপুরের হাজীগঞ্জে ২০ পিস ইয়াবাসহ সফিকুল ইসলাম (৪৫) ওরফে সফু মিস্ত্রিকে আটকের পর আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) সকালে হাজীগঞ্জ পৌরসভার এক নম্বর ওয়ার্ড বলাখাল ভ‍ূঁইয়াবাড়ী থেকে তাকে আটক করা হয়। সফিকুল বলাখাল ভূঁইয়াবাড়ীর মৃত আব্দুল মান্নান ভূঁইয়ার ছেলে।

পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে বলাখাল বাজার ও রেললাইন এলাকায় মাদকের স্বর্গরাজ্য গড়ে তোলে সফিকুল। তার সঙ্গে জড়িত অন্য মাদক ব্যবসায়ীদের আটকের চেষ্টা অব্যাহত রয়েছে।

হাজীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. জসিম বাংলানিউজকে জানান, সফিকুলসহ তার সহযোগী মাদক ব্যবসায়ী মফিজের বিরুদ্ধে চাঁদপুর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

বিকেলে আদালতের মাধ্যমে সফিকুলকে কারাগারে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ২২০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০১৭
আরবি/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।