বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) সকালে হাজীগঞ্জ পৌরসভার এক নম্বর ওয়ার্ড বলাখাল ভূঁইয়াবাড়ী থেকে তাকে আটক করা হয়। সফিকুল বলাখাল ভূঁইয়াবাড়ীর মৃত আব্দুল মান্নান ভূঁইয়ার ছেলে।
পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে বলাখাল বাজার ও রেললাইন এলাকায় মাদকের স্বর্গরাজ্য গড়ে তোলে সফিকুল। তার সঙ্গে জড়িত অন্য মাদক ব্যবসায়ীদের আটকের চেষ্টা অব্যাহত রয়েছে।
হাজীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. জসিম বাংলানিউজকে জানান, সফিকুলসহ তার সহযোগী মাদক ব্যবসায়ী মফিজের বিরুদ্ধে চাঁদপুর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।
বিকেলে আদালতের মাধ্যমে সফিকুলকে কারাগারে পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ২২০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০১৭
আরবি/আরএ