বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) সকাল থেকেই এ উপলক্ষ্যে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়।
কাদিরগঞ্জের হাজী লাল মোহাম্মদ ঈদগাহ ময়দানে বাদ আসর দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে দোয়া পরিচালনা করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কাদিরগঞ্জ বায়তুল আমান জামে মসজিদের পেশ ইমাম মাওলানা বারাকাত উল্লাহ বিন দুরুল হুদা।
এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র ও জাহানারা জামানের বড় ছেলে মহানগর আওয়ামী লীগের সভাপতি এএইচএম খায়রুজ্জামান লিটন।
এছাড়া দোয়া মাহফিল অনুষ্ঠানে জাহানারা জামানের ছোট ছেলে এএইচএম এহশানুজ্জামান, রাজশাহী সদর আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা, রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য আয়েন উদ্দিন, রাজশাহী সিটি করপোরেশনের দায়িত্বপ্রাপ্ত মেয়র নিযাম উল আযীম, রাজশাহী জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার ফরহাদ আলী মিয়াসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
এর আগে সকাল থেকে কোরআনখানি ও কবর জিয়ারতসহ বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান পালন করা করা হয়। এতে দলীয় নেতাকর্মী ছাড়াও সর্বস্তরের মানুষ অংশ নেন।
বাংলাদেশ সময়: ২২০২ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০১৭
এসএস/আরআর/আরআই