ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

জাহানারা জামানের কুলখানি অনুষ্ঠিত

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০২ ঘণ্টা, ফেব্রুয়ারি ৯, ২০১৭
জাহানারা জামানের কুলখানি অনুষ্ঠিত জাহানারা জামানের কুলখানি অনুষ্ঠান

রাজশাহী: জাতীয় নেতা শহীদ এএইচএম কামরুজ্জামানের সহধর্মিনী জাহানারা জামানের কুলখানি অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) সকাল থেকেই এ উপলক্ষ্যে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়।  

কাদিরগঞ্জের হাজী লাল মোহাম্মদ ঈদগাহ ময়দানে বাদ আসর দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

মাহফিলে জাহানারা জামানের আত্মার মাগফেরাত কামনা করা হয়।  

এতে দোয়া পরিচালনা করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কাদিরগঞ্জ বায়তুল আমান জামে মসজিদের পেশ ইমাম মাওলানা বারাকাত উল্লাহ বিন দুরুল হুদা।  

এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র ও জাহানারা জামানের বড় ছেলে মহানগর আওয়ামী লীগের সভাপতি এএইচএম খায়রুজ্জামান লিটন।

এছাড়া দোয়া মাহফিল অনুষ্ঠানে জাহানারা জামানের ছোট ছেলে এএইচএম এহশানুজ্জামান, রাজশাহী সদর আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা, রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য আয়েন উদ্দিন, রাজশাহী সিটি করপোরেশনের দায়িত্বপ্রাপ্ত মেয়র নিযাম উল আযীম, রাজশাহী জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার ফরহাদ আলী মিয়াসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

এর আগে সকাল থেকে কোরআনখানি ও কবর জিয়ারতসহ বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান পালন করা করা হয়। এতে দলীয় নেতাকর্মী ছাড়াও সর্বস্তরের মানুষ অংশ নেন।  

বাংলাদেশ সময়: ২২০২ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০১৭

এসএস/আরআর/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।