ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

মাদকের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ৯, ২০১৭
মাদকের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না মাদকের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না

চাঁদপুর: চাঁদপুরের পুলিশ সুপার শামসুন্নাহার বলেছেন- মাদক সেবন, বিক্রয়, মদদদাতা ও এর সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।

বৃহস্পতিবার (০৯ ফেব্রুয়ারি) বিকেলে মতলব দক্ষিণ উপজেলায় ওপেন হাউজ ডে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, চাঁদপুরে গত ২ বছর আগে মাদক সেবনকারী আটক হলেও এখন মাদক বিক্রেতারা আটক হচ্ছে।

সবাই সহযোগিতা করলে আমরা চাঁদপুরকে মাদকমুক্ত জেলা হিসেবে ঘোষণা করতে পারবো।

এছাড়া এ সময় তিনি বাল্য বিবাহ, ইভটিজিং ও জঙ্গিবাদ সমাজ থেকে দূর করতে সবাইকে এক সঙ্গে কাজ করার আহ্বান জানান।

চাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কুতুব উদ্দিনের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শহীদুল ইসলাম, সহকারী পুলিশ সুপার (মতলব সার্কেল) রাজন কুমার দাস ও পৌর মেয়র আওলাদ হোসেন লিটন প্রমুখ।

বাংলাদেশ সময়: ১০১৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০১৭
এজি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।