বৃহস্পতিবার (০৯ ফেব্রুয়ারি) বিকেলে মতলব দক্ষিণ উপজেলায় ওপেন হাউজ ডে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, চাঁদপুরে গত ২ বছর আগে মাদক সেবনকারী আটক হলেও এখন মাদক বিক্রেতারা আটক হচ্ছে।
এছাড়া এ সময় তিনি বাল্য বিবাহ, ইভটিজিং ও জঙ্গিবাদ সমাজ থেকে দূর করতে সবাইকে এক সঙ্গে কাজ করার আহ্বান জানান।
চাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কুতুব উদ্দিনের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শহীদুল ইসলাম, সহকারী পুলিশ সুপার (মতলব সার্কেল) রাজন কুমার দাস ও পৌর মেয়র আওলাদ হোসেন লিটন প্রমুখ।
বাংলাদেশ সময়: ১০১৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০১৭
এজি