ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

খুচরা বিক্রেতার টার্গেট পূরণের সুযোগ নিয়ে চলে সিম প্রতারণা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ৯, ২০১৭
খুচরা বিক্রেতার টার্গেট পূরণের সুযোগ নিয়ে চলে সিম প্রতারণা ভুয়া জাতীয় পরিচয়পত্র তৈরি করে সিম বিক্রির সঙ্গে জড়িত এমন ৬১ জনকে গ্রেফতার ছবি: বাংলানিউজ

ঢাকা: খুচরা বিক্রেতাদের টার্গেট পূরণের সুযোগ নিয়ে ভুয়া জাতীয় পরিচয়পত্র তৈরি করে সিম বিক্রি করার প্রমাণ মিলেছে প্রতারক চক্রের বিরুদ্ধে। বুধবার (৮ ফেব্রুয়ারি) থেকে বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) ভোর পর্যন্ত অভিযান চালিয়ে রাজধানীর পল্লবী থেকে ভুয়া জাতীয় পরিচয়পত্র তৈরি করে সিম বিক্রির সঙ্গে জড়িত এমন ৬১ জনকে গ্রেফতার করেছে র‌্যাব।

পরে বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় মিরপুরের পাইকপাড়ায় ৠাব-৪ এর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে র‌্যাব-৪ এর উপ-অধিনায়ক মেজর খুরশিদ আলম সাংবাদিকদের কাছে বিষয়টি জানান।

তিনি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার হওয়া প্রতারকচক্রের সদস্যরা বলেছেন, মোবাইল ফোন সিমের ডিস্ট্রিবিউটরা অপারেটরদের কাছ থেকে সিম নিয়ে তাদের নিযুক্ত বিক্রয় প্রতিনিধির মাধ্যমে খুচরা বিক্রেতাদের কাছে দেয়।

এক্ষেত্রে প্রত্যেক বিক্রয় প্রতিনিধির জন্য মাসিক একটি লক্ষ্যমাত্রা থাকে। খুচরা বিক্রেতা সিমটি যখন কোনো ক্রেতার কাছে বিক্রি করেন তখন অনেক ক্ষেত্রে শুধু ফিংগার প্রিন্ট, জাতীয় পরিচয়পত্র নম্বর ও জন্ম তারিখ নিয়েই সিমটি সচল করে দেন।

কিন্তু এতে নাম ঠিকানা এবং অন্যান্য তথ্যাবলী অসম্পূর্ণ থেকেই যায়। পরে খুচরা বিক্রেতারা এসব অসম্পূর্ণ ফরম প্রতিনিধির মাধ্যমে ডিস্ট্রিবিউটরের কাছে জমা দেন। পরে ডিস্ট্রিবিউটররা পরিচয়পত্র নম্বর ও জন্ম তারিখ ঠিক রেখে ভুয়া নাম-ঠিকানা ও ছবি ব্যবহার করে নিজেরাই জাতীয় পরিচয়পত্র বানান এবং সে অনুযায়ী অসম্পূর্ণ ফরমটি সম্পূর্ণ পূরণ করে অপারেটরের কাছে জমা দেন। এভাবে প্রতারক চক্রটি সিম বিক্রি করে আসছে। আর তার সুযোগ নিচ্ছে অসাধু মহল।

প্রতারক চক্রের সদস্যদের কাছ থেকে ১৩৬টি ব্যবহৃত মোবাইল, ২৩টি নতুন অব্যবহৃত (প্যাকেটকৃত) মোবাইল, ৬টি ল্যাপটপ, ৩টি সিপিউ, ৫টি মনিটর, ভুয়া তথ্য ও ছবি সম্বলিত ৬৩০টি গ্রাহক নিবন্ধন ফরম, জাতীয় পরিচয়পত্রের ১৮৬টি ভুয়া প্রিন্ট কপি, অজ্ঞাত ব্যক্তিদের প্রিন্ট করা অসংখ্য ছবি এবং নগদ ১ লাখ ৫৭ হাজার ৯৮৩ টাকা জব্দ করা হয়েছে বলে জানান ওই র‌্যাব কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ২১৫৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০১৭
আরএটি/আরআর/এমএমকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।