ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

জলঢাকায় সরকারের উন্নয়ন বিষয়ক আলোচনা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২১ ঘণ্টা, ফেব্রুয়ারি ৯, ২০১৭
জলঢাকায় সরকারের উন্নয়ন বিষয়ক আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক গোলাম মোস্তফা, ছবি: বাংলানিউজ

নীলফামারী: নীলফামারীর জলঢাকায় সরকারের সাফল্য অর্জন ও উন্নয়ন ভাবনা শীর্ষক আলোচনা সভা, সংগীতানুষ্ঠান ও চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (০৯ ফেব্রুয়ারি) রাতে জেলা তথ্য অফিসের আয়োজনে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক গোলাম মোস্তফা। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহ. রাশেদুল হক।

এ সময় জেলা তথ্য অফিসার মোজাম্মেল হক, উপজেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দ আলী, থানা অফিসার ইনচার্জ মোস্তাফিজার রহমান, মুক্তিযোদ্ধা কমান্ডার হামিদুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান রিভা আমজাদ, উপজেলা যুবলীগ আহবায়ক সারোয়ার হোসেন সাদের, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মজিদ সহ সরকারী বিভিন্ন অফিসের কর্মকর্তা ও স্থানীয় আওয়ামীলীগের নেতাকর্মী উপস্থিত উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময় ২৩১৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০১৭
এমএমকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।